আবু হায়দারের পেস দাপটে হঠাৎ এলোমেলো বরিশাল
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৭
হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ফরচুন বরিশালের শুরুটা হয়েছিল দুর্দান্ত। শুরুতে ব্যাটে ঝড় তুলেছিলেন তামিম ইকবাল। পরে বরিশালকে দুর্দান্তভাবে টানছিলেন কাইল মায়ার্স। কিন্তু আবু হায়দার রনি বোলিংয়ে আসতেই যেন সব লণ্ডভণ্ড! রনির পেস দাপটে হঠাৎ এলোমেলো হয়ে ১৫১ রানেই গুটিয়ে গেছে বরিশাল।
বরিশালের ব্যাটিং দাপটের মধ্যে আবু হায়দার রনিকে বোলিংয়ে আনা হয় ইনিংসের ১২তম ওভারে। এবারের বিপিএলে আজই প্রথমবার রংপুরের একাদশে সুযোগ পেয়েছেন রনি। আক্রমণে এসে প্রথম ওভারেই মুশফিকুর রহিম, সৌম্য সরকার এবং ভয়ঙ্কর কাইল মায়ার্সকে ফিরিয়ে বরিশালের কোমড় ভেঙে দেন রনি। পরে মাহমুদউল্লাহ ও মেহেদি হাসান মিরাজকেও ফিরিয়ে বরিশালের ব্যাটিং লাইনআপ পুরোপুরি এলোমেলো করে দিয়েছেন। একটা সময় যখন মনে হচ্ছিল বরিশালের জন্য দুইশ পেরিয়ে যাওয়া তেমন কিছুই নয়। সেই বরিশাল শেষ পর্যন্ত আটকে গেছে ১৫১ রানেই!
এই ম্যাচসহ বিপিএলের প্রথম পর্বে দুটি ম্যাচ বাকি বরিশালের। দুই ম্যাচের একটিতে জিতলে প্লে-অফ নিশ্চিত বরিশালের। আজ ঠিকভাবে ব্যাটিংটা চালাতে পারলে হয়তো প্লে-অফ নিশ্চিতের একটা সুযোগ তৈরি হতো। তবে রংপুরের মতো দলের বিপক্ষে ১৫১ রান নিয়ে লড়াই করা বড্ডই কঠিন। অপর দিকে রংপুর রাইডার্স প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে আগেই।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিম ইকবালের ব্যাটে বরিশালের শুরুটা হয়েছিল দুর্দান্ত। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নিজেই শুরুতে ঝড় তুলেছিলেন। আহমেদ শেহজাদকে বসিয়ে বরিশালের দ্বিতীয় ওপেনার হিসেবে একাদশে জায়গা পাওয়া ইংলিশ ক্রিকেটার টম ব্যান্টন চেয়ে চেয়ে শুধু দেখেছেনই।
পেস-স্পিন দুই ধরনের বোলারকেই তুলোধুনু করছিলেন তামিম। ইনিংসটা লম্বা হয়নি। সাকিব আল হাসানের বলে টপঅ্যাজ হয়ে ফেরার আগে ২০ বলে ৩টি চার ২টি ছয়ে ৩৩ রান করেছেন তামিম। কাইল মায়ার্স তিনে নেমে তামিমের বিদায়টা বুঝতেই দেননি!
শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। টম ব্যান্টন আজ রানের জন্য সংগ্রাম করেছেন। দ্রুত রান তুলতে পারছিলেন না। তবে অপরপ্রান্তে কাইল মায়ার্স বোলারদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন। ১০তম ওভারে দলীয় রান ১০০ পেরিয়ে যায় বরিশালের। মনে হচ্ছিল সহজেই দুইশ পেরিয়ে যাচ্ছে বরিশাল! কারণ তারপর সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিনের মতো ফর্মে থাকা ব্যাটাররা ব্যাট করতে আসার অপেক্ষা করছিলেন।
কিন্তু কে জানত আবু হায়দার রনি বোলিংয়ে আসতেই সব হিসেব পাল্টে যাবে! রনি নিজের প্রথম বলেই মুশফিকুর রহিমকে ফেরান। সেই ওভারে সৌম্য সরকার ও কাইল মায়ার্সকেও ফেরান তিনি। দাপুটে ব্যাটিং করতে থাকা বরিশালের কোমড় ভেঙে গেছে তাতেই।
লম্বা ব্যাটিং লাইনআপ বলে তাও হয়তো বড় স্কোরের স্বপ্ন দেখছিলেন বরিশালের ভক্তরা। কিন্তু আবু হায়দার রনি কাউকে দাঁড়াতেই দেননি। সব মিলিয়ে ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান খরচায় আজ ৫ উইকেট নিয়েছেন রনি। রংপুরের বিপক্ষে এছাড়া হাসান মাহমুদ দুটি উইকেট নিয়েছেন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থেমেছে বরিশাল।
সারাবাংলা/এসএইচএস