Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লাকে জেতাতে পারলেন না রাসেল-নারিনরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩০

টানা পাঁচ জয়ের পর হারের মুখ দেখল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দশম বিপিএলে অপ্রতিরোধ্য গতিতে এগুচ্ছিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। টুর্নামেন্টের প্রথম ৯ ম্যাচের ৭টিতেই জিতেছিল দলটি। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন যোগ দেওয়ায় আজ আরও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে কুমিল্লা। কিন্তু জয় পায়নি। শক্তিশালী কুমিল্লাকে আজ হারিয়ে দিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

আগে ব্যাটিং করে সুনীল নারিন, মঈন আলী, আন্দ্রে রাসেলদের বিপক্ষে ১৭৭ রানের স্কোর গড়েছিল সিলেট। পরে লিটন দাস একাই ৮৫ রান করলেও জিততে পারেনি কুমিল্লা। ১৬৫ রানে গুটিয়ে গিয়ে ১২ রানে ম্যাচ হেরেছে ‍কুমিল্লা।

বিজ্ঞাপন

টানা পাঁচ জয়ের পর আজ হারল বর্তমান চ্যাম্পিয়নরা। তবুও ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরেই থাকল দলটি। অপর দিকে সিলেট স্ট্রাইকার্সের প্লে-অফের সম্ভবনা আগেই শেষ হয়ে গেছে। আজকের জয়ে কেবল নিজেদের ব্যর্থতাই কমাতে পারল দলটি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটের ১৭৭ রানকে কুমিল্লার জন্য অবশ্য খুব কঠিন মনে হচ্ছিল না। কারণ এই পিচে নিয়মিতই বড় রান উঠছে। তাছাড়া কুমিল্লার একাদশে আন্দ্রে রাসেল, মঈন আলী, জনসন চার্লসের মতো বিধ্বংসী সব ব্যাটার এবং তাওহিদ হৃদয়, জাকের আলীর মতো বেশ কয়েকজন ব্যাটার ফর্মেও আছেন। কিন্তু এতোসবেও জিততে পারল না কুমিল্লা।

শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। অনেকদিন পর একাদশে ফেরা ইমরুল কায়েস আজ ওপেনিং করতে নেমে ৫ বলে ৩ রান করে ফিরেছেন। তিনে নেমে ফর্মে থাকা তাওহিদ হৃদয়ও (১৫ বলে ১৭ রান) সুবিধা করতে পারেননি। কুমিল্লার বড় ‘ক্ষতি’টা হয়তো করলেন জনসন চার্লস।

বিজ্ঞাপন

চার নম্বরে নেমে মাঝের ওভারগুলোতে অপ্রত্যাশিতভাবে ভুগলেন ক্যারিবিয়ান তারকা। ২১ বল খেলে মাত্র ১২ রান করে আউট হয়েছেন। ওপেনিংয়ে আজ দারুণ একটা ইনিংস খেলেছেন লিটন দাস। বিপিএলের শুরুতে অফফর্মে থাকা লিটন আজ ৫৮ বল খেলে ৭টি চার ৩টি ছয়ে ৮৫ রান করে আউট হয়েছেন। আন্দ্রে রাসেল ১৪ বলে ৩টি চার ১টি ছয়ে ২৩ রান করেছেন।

তবে জনসন চার্লসের ব্যাটিংয়ে পিছিয়ে পড়া কুমিল্লা শেষ পর্যন্ত জয়ের সমীকরণটা আর মিলাতে পারেনি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানে থেমেছে কুমিল্লা। সিলেটের হয়ে তানজিদ হাসান সাকিব ৩৩ রান খরচায় তিন উইকেট নিয়েছেন।

এর আগে সিলেটের ইনিংসটা এগিয়েছে বেনি হাওয়েলের ব্যাটে চড়ে। আগে ব্যাটিং করতে নামা সিলেট শুরু থেকে খুব একটা স্বাচ্ছন্দে এগুতে পারেনি। তবে শেষ দিকে ব্যাটে রীতিমতো ঝড় তুলেছিলেন হাওয়েল।

মাত্র ৩১ বল খেলে ৬টি চার ৪টি ছয়ে ৬২ রান করেছেন হাওয়েল। ওপেনার কেনার লুইস ২৫ বলে ৩৩ রান করেন। যাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানে থেমেছে সিলেট।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর