Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলকে জিতিয়ে ফেরা রাঙালেন সালাহ, বড় জয় আর্সেনালেরও

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০২:১৬ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৩৭

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই ধাক্কা। প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়লেন ডিয়োগো জোটা আর তার বদলি হিসেবে প্রথমার্ধেই মাঠে নামলেন মোহাম্মদ সালাহ। আফ্রিকান নেশন্স কাপে চোটে পড়ে ছিটকে যাওয়া সালাহ মাঠে নামতেই দেখালেন পায়ের জাদু। গোল করলেন, সতীর্থের গোলে অবদান রাখলেন। ব্রেন্টফোর্ডকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল লিভারপুল।

অন্যদিকে দিনের অপর ম্যাচে বার্নলিকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।

বিজ্ঞাপন

চেলসির কাছে পয়েন্ট হারিয়ে লিগ টেবিলের তিনে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। যদিও টেবিলের দুইয়ে উঠতে সিটির হাতে এখনো একটি ম্যাচ রয়েছে। ২৪ ম্যাচ খেলে ১৬ জয় আর ৫ ড্র’তে সিটির পয়েন্ট ৫৩। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ১৭ জয় আর ৪ ড্র’তে ৫৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। অন্যদিকে সমান ম্যাচে ১৭ জয় আর ৬ ড্র’তে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। সিটিকে আটকে দেওয়া চেলসির চলতি মৌসুমে এটি ১০ম ড্র, এছাড়া ১০ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে অল ব্লুজদের অবস্থান লিগ টেবিলের ১০ নম্বরে।

ম্যাচের সাত মিনিট পর নিজেদের প্রথম ভালো সুযোগ পায় লিভারপুল। বেশ কয়েক জনের চ্যালেঞ্জ এড়িয়ে ভেতরে ঢুকে যান কনর ব্র্যাডলি। তরুণ ডিফেন্ডার শট রাখেন লক্ষ্যেই কিন্তু পরাস্ত করতে পারেননি স্বাগতিক গোলরক্ষককে। পঞ্চদশ মিনিটে সুযোগ আসে টোনির সামনে। ব্রেন্টফোর্ড ফরোয়ার্ড শট রাখতে পারেননি লক্ষ্যে।

লিভারপুলের অপেক্ষার পালা শেষ জয় ম্যাচের ৩৫তম মিনিটে এসে। ডারউইন নুনেজের দারুণ এক গোলে লিড নেয় অল রেডরা। নিজেদের অর্ধ থেকে ফ্রি কিকে ব্রেন্টফোর্ড গোলরক্ষক বল পাঠান লিভারপুলের ডি বক্সে। বল ক্লিয়ার করার জন্য উঁচু করে মাঝমাঠে পাঠান ভার্জিল ভ্যান ডাইক। সার্জিও রেগুলনের চ্যালেঞ্জ এড়িয়ে হেড করেন জোটা। বল পায়ে মাঝমাঠ থেকে দ্রুত গতিতে ছুটে গিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে জাল খুঁজে নেন অরক্ষিত নুনেজ। চলতি আসরে উরুগুয়ের দীর্ঘদেহী স্ট্রাইকারের এটি নবম গোল।

বিজ্ঞাপন

দলের প্রথম গোলে অবদান রাখা ডিয়োগো জোটা তার ৯ মিনিট পরেই মাঠ ছাড়েন। চোট পেয়ে মাঠ ছাড়লে তার জায়গায় মাঠে প্রবেশ করেন মোহাম্মদ সালাহ। মাঠে নেমেই যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন তিনি। পেনাল্টি স্পটের কাছে লুইস ডিয়াজের কাট ব্যাক ঠিক মতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। তাই ঠিক মতো শটও নিতে পারেননি, হাতছাড়া হয় খুব ভালো সুযোগ।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেননি ডারউইন নুনেজও। তার জায়গায় মাঠে নামেন কোডি গাকপো। বিরতির পর ফিরেই ম্যাচের ৫৫তম মিনিটে ম্যাক অ্যালিস্টারের দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল।

এরপর ৬৮তম মিনিটে জালের দেখা পান সালাহ। লিভারপুল গোলরক্ষক কুইভেন কেলাহারের উঁচু করে বাড়ানো বলে হাকপোর ফ্লিকে বল পেয়ে যান অভিজ্ঞ এই ফরোয়ার্ড। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার ন্যাথান কলিন্সের চ্যালেঞ্জ এড়িয়ে আড়াআড়ি শটে বল জালে পাঠান সালাহ। ছয় মিনিট পর ব্যবধান কমায় ব্রেন্টফোর্ড। রেগিলনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক। ফিরতি বলে টোনির বুলেট গতির শট আর ফেরাতে পারেননি তিনি। এরপর ৮৬তম মিনিটে কোডি গাকপোর গোলে ব্যবধান ৪-১ করে লিভারপুল।

এদিকে দিনের অপর ম্যাচে বার্নলির মাঠে গোল উৎসব করেছে আর্সেনাল। ম্যাচের ৪ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের গোলে লিড নেয় আর্সেনাল। এরপর ৪১ত মিনিটে সাকার গোলে ব্যবধান দ্বিগুন হয় গানার্সদের। দ্বিতীয়ার্ধে ফিরেই দুই মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন সাকা। ৬৬ মিনিটে লেওনার্দো ট্রোসার্ডের গোলে ৪-০ ব্যবধান। আর ৭৮ মিনিটে কাই হাভার্টজ গোল করে আর্সেনালের ৫-০ গোলের বিশাল জয় নিশ্চিত করেন।

সারাবাংলা/এসএস

আর্সেনাল বনাম বার্নলি ইপিএল লিভারপুল বনাম ব্রেন্টফোর্ড