Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিক-মায়ার্সের ব্যাটে বরিশালের বড় সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৫

প্রথমবার বিপিএল খেলতে নেমেই রান পেলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স। মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। এই দুজন যখন ক্রিজে ছিলেন মনে হচ্ছিল ফরচুন বরিশালের স্কোর দুইশ ছাড়াতে যাচ্ছে! সেটা অবশ্য শেষ পর্যন্ত হয়নি। তবে বেশ বড় সংগ্রহই পেয়েছে ফরচুন বরিশাল।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ১৮৩ রানের স্কোর গড়েছে বরিশাল। ফিফটি পেয়েছেন মুশফিকুর রহিম। মায়ার্স অল্পের জন্য ফিফটি মিস করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুটা বেশ ভালোই হয়েছিল বরিশালের। প্রথম বলে চার হাঁকিয়ে বরিশালের ইনিংস শুরু করেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। অপর ওপেনার আহমেদ শেহজাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আজ বুঝি কয়েক ম্যাচের রানক্ষরা মিটাবেন পাকিস্তানি ওপেনার।

কিন্তু দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। তামিম ১৮ বলে ১৯ রান করে আউট হয়েছেন। শেহজাদ ১১ বলে ১৭ রানে ফিরেছেন। সৌম্য সরকারও (৮ বলে ৮ রান) আজ রান পাননি। তারপরই মুশফিক আর মায়ার্সের ঘুরে দাঁড়ানোর এক জুটি।

প্রথমবার বিপিএল খেলতে নামা মায়ার্স প্রথমে সময় নিয়েছেন। তবে উইকেটে সেট হওয়ার পর বড় বড় শট খেলেছেন ক্যারিবিয়ান তারকা। অপর দিকে মুশফিকুর রহিম প্রথম থেকেই দ্রুত রান তুলতে চেয়েছেন।

চতুর্থ উইকেটে ৪৮ বল খেলে ৮৪ রান তুলেছেন দুজন। এই দুজন যখন ক্রিজে ছিলেন তখন মনে হচ্ছিল সহজেই দুইশ ছাড়িয়ে যাবে বরিশাল। কিন্তু তারা ফেরার পর সেই গতিতে ইনিংস টেনে নিতে পারেননি অন্যরা। মায়ার্স ৩১ বলে ৪৮ রান করে ফিরেছেন। তার ইনিংসে চার-ছক্কা ৩টি করে।

বিজ্ঞাপন

মুশফিকুর রহিম নিজের ভুলে রান আউট হওয়ার আগে ৩২ বলে ৩টি চার ৩টি ছয়ে ৫২ রান করেছেন। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ আজ ব্যাটে ঝড় তুলতে পারেননি, ১২ বলে ১২ রানে অপরাজিত ছিলেন। মেহেদি হাসান মিরাজ দুই ছয়ে ৭ বলে ১৫ রান করেছেন।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর