সাকিব-মাহেদি ঝলকে রংপুরের টানা সপ্তম জয়
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:০০
ব্যাট হাতে দলকে বিপদ থেকে টেনে তুলেছেন সাকিব আল হাসান ও শেখ মাহেদি হাসান। দুজনের বোলিংটাও ভালো হয়েছে। রংপুর রাইডার্সের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেছেন ডোয়াইন প্রিটোরিয়াসও। সব মিলিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৮ রানে জিতেছে রংপুর।
চলতি দশম বিপিএলে রংপুরের এটা টানা সপ্তম জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হলো দলটির। ১০ ম্যাচ খেলে ৮টিতেই জয় পাওয়া রংপুরের পয়েন্ট এখন ১৬। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপর দিকে ১০ ম্যাচের ৫টিতে জিতে চট্টগ্রাম এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের ১৮৭ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই ভুগেছে চট্টগ্রাম। রংপুরের ক্ষুরধার বোলিং আক্রমণের বিপক্ষে দলটি কখনোই জয়ের সম্ভবনা দেখাতে পারেনি। ৩২ রানে তৃতীয় উইকেট হারানো চট্টগ্রাম ষষ্ঠ উইকেট হারায় ৭৮ রানের মাথায়।
টপ অর্ডারের ব্যাটাররা রান পাননি। মিডল অর্ডারে টম ব্রুচ (২৪ বলে ২৪ রান) ও অধিনায়ক শুভাগত হোম চৌধুরীরা (১৯ বলে ২১ রান) ক্রিজে কিছুক্ষণ থাকলেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। তবে শেষ দিকে চট্টগ্রামের হয়ে রোমারিও শেফার্ড ব্যাটে রীতিমতো ঝড় তুলেছিলেন।
তাতে চট্টগ্রাম জিততে পারেনি, তবে হারের ব্যবধান কমেছে। ক্যারিবিয়ান ক্রিকেটার শেফার্ড ৩০ বল খেলে ৫টি চার ৬টি ছয়ে ৬৬ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রানে থেমেছে চট্টগ্রাম। রংপুরের হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ৪ ওভারে ১৪ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। ২ ওভারে ১৭ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন শেখ মাহেদি হাসান।
এর আগে সাকিব আল হাসানের ব্যাটে বড় সংগ্রহ গড়ে রংপুর। চোখের সমস্যার জন্য কয়েকটা ম্যাচে ব্যাটিং করতে না পারা সাকিব গত কয়েক ম্যাচে নিয়মিত ব্যাটিং জাদু দেখাচ্ছেন। আজ দুর্দান্ত ব্যাটিংয়ে বিপদে পরা রংপুর রাইডার্সকে যেন একাই টেনে তুললেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।
চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে শুরুতে বেশ ভুগেছে রংপুর। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে সাকিব ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। রেজা হেনড্রিক্স, ৪, ব্র্যান্ডন কিং ২, নুরুল হাসান সোহান ৫ রান করে আউট হয়েছেন। একটা সময় ওভারপ্রতি ছয় রান তোলাই কষ্ট হয়ে যাচ্ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের।
চার নম্বরে নামা সাকিব সেখান থেকেই দলকে টেনে তুলেছেন। ক্রিজে গিয়ে সময় নিয়েছেন। পরে ব্যাটে ঝড় তুলেছিলেন। মাঝের ওভারগুলোতে রান পেয়েছেন শেখ মাহেদিও।
আগে ব্যাটিং করতে নেমে রংপুরের হয়ে শুরুতে দ্রুত রান তুলেছেন রনি তালুকদার। রনি ১৯ বলে ২৫ রান করে ফিরে যান পঞ্চম ওভারে। এর খানিক বাদে অপর ওপেনার রেজা হেনড্রিক্স ৪ রানে ও তিন নম্বরে নামা ব্র্যান্ডন কিং ২ রান করে ফিরলে বিপদ বাড়ে রংপুরের।
সাকিব চার নম্বরে নেমে ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করে গেছেন। পাঁচে নামা নুরুল হাসান সোহানও ৯ বলে ৫ রান করে ফিরলে বেশ চাপেই পরে রংপুর। তবে ছয় নম্বরে নামা শেখ মাহেদি হাসানকে সঙ্গে নিয়ে এরপর সেই চাপ থেকে দুর্দান্তভাবেই দলকে টেনে বের করেছেন সাকিব।
পঞ্চম উইকেট জুটিতে ৩৪ বলে ৬৮ রান তুলেছেন দুজন। মাহেদি ১৭ বলে ৩৪ রান করে ফিরেছেন। তার ইনিংসে চার নেই, ছক্কা হাঁকিয়েছেন ৪টি। সাকিব ১৯তম ওভারে ফিরেছেন ৩৯ বল খেলে ৫টি চার ৩টি ছয়ে ৬২ রান করে। শেষ দিকে ৯ বলে ১৭ রান করেন শামীম পাটোয়ারি। ২০ ওভারে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানে থেমেছে রংপুর।
সারাবাংলা/এসএইচএস