Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ হারের পর জিতল খুলনা, ঢাকার টানা দশম হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৯

টানা নয় ম্যাচ হেরে বিপিএলে টানা সর্বোচ্চ হারে রেকর্ড গড়েছিল দুর্দান্ত ঢাকা। রেকর্ডটা আরও একধাপ এগিয়ে নিল দলটি। খুলনা টাইগার্সের বিপক্ষেও আজ হেরেছে ঢাকা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতায় ৫ উইকেটে ম্যাচ হেরেছে ঢাকা। চলতি বিপিএলে এ নিয়ে টানা দশ ম্যাচ হারল দলটি।

অপর দিকে টানা পাঁচ হারের পর আজ জয়ের দেখা পেল খুলনা টাইগার্স। এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে বসেছে দলটি। দশ ম্যাচে পাঁচ জয় পাওয়া খুলনার পয়েন্ট এখন ১০। অপর দিকে এগারোতম ম্যাচ খেলতে নেমে দশম হারের সাক্ষী হওয়া ঢাকা পয়েন্ট টেবিলে সবার নিচে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে কেবল ১২৮ রান তুলতে পেরেছে ঢাকা। দলটা যে আরেকটা হারের মুখে পড়তে যাচ্ছে সেটা অনেকটা তখনই নিশ্চিত হয়ে যায়। কারণ বিপিএলে চট্টগ্রামের পিচে দেদারছে রান উঠছে। সেখানে ১২৮ মোটেও চ্যালেঞ্জিং স্কোর নয়।

টানা পাঁচ ম্যাচ হারার পর আজ খুলনার ব্যাটিংটাও বেশ ভালোই হয়েছে। শুরুটা অবশ্য আজও ভালো হয়নি। প্রথম বলেই ফিরে যান ওপেনার এনামুল হক বিজয়। ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস আজও ব্যর্থ, আজ ওপেনিংয়ে নেমে মাত্র ৪ রান করেছেন।

তবে দুই তরুণ পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব আজ দারুণ ব্যাটিং করেছেন। চলতি বিপিএলে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া ইমন তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে ২টি চার ৩টি ছয়ে ৪০ রান করেছেন।

শুরুতেই দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে শেই হোপের সঙ্গে তার ৪৯ রানের জুটিটাই ধসের হাত থেকে বাঁচিয়েছে খুলনাকে। ইমন ফেরার পর বাকি কাজটা দারুণভাবে করেছেন আফিফ হোসেন ধ্রুব। পাঁচে নেমে মাত্র ২১ বলে ২টি চার ৪টি ছক্কায় ৪৩ রানে অপরাজিত ছিলেন আফিফ। শেই হোপ ২৮ বলে ৩২ রান করেন।

বিজ্ঞাপন

১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩১ রান তুলে ফেলে খুলনা। ঢাকার হয়ে আজও দারুণ বোলিং করেছেন দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। শরিফুল ৩.২ ওভার বোলিং করে ১৭ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন। তাসকিন ৪ ওভারে ২৭ রান খরচায় দুই উইকেট নিয়েছেন। তবে তাতে দল জিততে পারেনি।

এর আগে ব্যাটিংটা একদমই ভালো হয়নি ঢাকার। শুরু থেকেই ব্যাটিংয়ে ভুগেছে দলটা। টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ঢাকা ওপেনার নাঈম শেখ আজ রান পাননি। ১১ বলে ৫ রান করে ওয়েন পার্নেলের বলে ফিরেছেন নাঈম। বাকিরাও সুবিধা করতে পারেননি। আজ খুলনার দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েন পার্নেল ও দেশীয় মুকিদুল ইসলাম মুগ্ধর পেসের বিপক্ষে শুরু থেকেই ধুঁকেছে ঢাকা।

মাঝের ওভারগুলোতে অ্যালেক্স রোস ও ইরফান শুক্কুর প্রতিরোধ গড়ে চেয়েছিলেন বটে। কিন্ত বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি দুজন, ইনিংস বড় করতেও পারেননি। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ধরে খেলে ২৩ বলে ২৬ রান করেছেন। ইরফান শুক্কুর ২৬ বলে ২৫ রান করেছেন। অ্যালেক্স রোস ৩৫ বলে ২৫ রান করেছেন।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানে থেমেছে ঢাকা। খুলনার হয়ে ওয়েন পার্নেল ৪ ওভারে ১৯ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। মুকিদুল ইসলাম মুগ্ধ ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর