খুলনাকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল রংপুর
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৪৬
সাকিব আল হাসান, শেখ মাহেদির ব্যাটিং ঝড়ে ২১৯ রানের পাহাড় গড়েছিল আগে ব্যাটিং করতে নামা রংপুর রাইডার্স। পরে রংপুরের ক্ষুরধার বোলিং আক্রমণের বিপক্ষে এতো বড় স্কোরের কাছাকাছিও যেতে পারেনি খুলনা টাইগার্স। ১৪১ রানেই গুটিয়ে গেছে খুলনা।
যাতে ৭৮ রানের বিশাল জয় পেয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত হলো রংপুরের। আগে থেকেই শীর্ষে ছিল রংপুর। তবে সমান পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজ ঘাড়ে নিশ্বাস ফেলছিল। দারুণ জয়ে কুমিল্লার সঙ্গে পার্থক্য গড়ল রংপুর।
৯ ম্যাচের ৭টিতেই জয় পাওয়া রংপুরের পয়েন্ট এখন ১৪। অপর দিকে ৮ ম্যাচের ৬টিতে জয় পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট এখন ১২। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, চারে ফরচুন বরিশাল।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের ২১৯ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। বিধ্বংসী ব্যাটার এভিন লুইস আজও রান পাননি, ১১ বলে ১১ রান করে আউট হয়েছেন। ওপেনিং থেকে তিনে নামা অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাটও আজ হাসেনি। ৮ বলে ৫ রান করে ফিরেছেন বিজয়।
তবে অপর ওপেনার হ্যালেক্স হেলস ভালোই ভোগাচ্ছিলেন রংপুরের বোলারদের। দুই ম্যাচের চুক্তিতে খুলনার হয়ে খেলতে এসে আজই প্রথম খেলতে নেমেছেন ইংলিশ ওপেনার। ব্যাটিংটাও করলেন দুর্দান্ত। কিন্তু সঙ্গ পাননি কারও কাছ থেকে। একপ্রান্তে অ্যালেক্স হেলস ঝড় তুললেও অপরপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খুলনা। যাতে কখনোই ম্যাচে ছড়ি ঘুড়াতে পারেননি।
রংপুরের দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির আজ নাস্তানাবুদ করে ছেড়েছেন খুলনার ব্যাটারদের। একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন তাহির। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.২ ওভারে ১৪১ রানেই গুটিয়ে গেছে খুলনা। হেলস ৩৩ বলে ৭টি চার ৩টি ছয়ে ৬০ রানে আউট হন। খুলনার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন লুক উড।
রংপুরের হয়ে ইমরান তাহির ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় পাঁচটি উইকেট তুলে নিয়েছেন। সাকিব আল হাসান ৩.২ ওভারে ৩০ রান খরচায় দুই উইকেট নিয়েছেন।
এর আগে রংপুরের হয়ে ব্যাটিং ঝড় দেখিয়েছেন সাকিব আল হাসান ও শেখ মাহেদি। আসন্ন শ্রীলংকা সিরিজ থেকে ছুটি চেয়ে নিয়েছেন সাকিব আল হাসান। মনে করা হচ্ছিল চোখের সমস্যার কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। তবে আজ বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করলেন।
রংপুরের দুই ওপেনার শুরুতেই ফিরে গেলে শেখ মাহেদিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে রীতিমতো ঝড় তুলেছিলেন সাকিব। তৃতীয় উইকেটে মাত্র ৪৮ বল খেলে ১০৯ রান তোলেন দুজন। মাত্র ২০ বলে অর্ধশতক পূর্ণ করেন সাকিব। চলতি বিপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। শেষ পর্যন্ত ৩১ বলে ৬৯ রান করে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার। তার ইনিংসে চার ৬টি, ছক্কাও ৬টি।
ব্যাটিং অর্ডারে উন্নতি পাওয়া শেখ মাাহেদি হাসান চার নম্বরে নেমে ৩৬ বল খেলে ৬টি চার, ৪টি ছয়ে ৬০ রান করেন। শেষ দিকে নুরুল হাসান সোহান ১৩ বলে ৩ চার ২ ছয়ে অপরাজিত ৩২ রান করলে ২১৯ রানের বিশাল সংগ্রহ পায় রংপুর।
সারাবাংলা/এসএইচএস