বিশাল জয়ে রংপুরকে ধরে ফেলল কুমিল্লা
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৫
আগে ব্যাটিং করে রেকর্ড পরিমান রান তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পরে কুমিল্লার স্পিনারদের দারুণ বোলিংয়ের বিপক্ষে রেকর্ড ভেঙে জেতার মতো ব্যাটিং করতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই মিলিয়ে বড় জয়ই পেয়েছে কুমিল্লা।
দশম বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে চট্টগ্রাম। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে ধরে ফেলল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ৮ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ছিল রংপুর। কুমিল্লাও আজ অষ্টম ম্যাচ খেলতে নেমে ষষ্ঠ জয় পেল। যাতে রংপুর, কুমিল্লার পয়েন্ট এখন সমান। তবে রানরেটে এগিয়ে থাকায় রংপুর এক নম্বরে, কুমিল্লা দুয়ে।
অপর দিকে টানা দুই হারে পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে গেল চট্টগ্রাম। ৯ ম্যাচে এ নিয়ে চতুর্থবার হারল দলটি। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে ফরচুন বরিশাল।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৩৯ রান তুলেছিল কুমিল্লা। বিপিএলে যৌথভাবে সর্বোচ্চ রানের স্কোর এটি। এতো বড় স্কোর তাড়া করতে হলে শুরুটা হতে হয় দুর্দান্ত।
চট্টগ্রামের শুরুটা বেশ চমৎকার হয়েছিলও। একাদশে ফেরা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও অপর ওপেনার জশ ব্রাউন ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন। ৭ ওভারে ৮০ রান তুলে ফেলেন দুজন। কিন্তু মাত্র ১০ রানের ব্যবধানে এই দুজন ফিরলে সেই গতিটা আর ধরে রাখতে পারেনি চট্টগ্রাম।
মাঝের ওভারগুলোতে সৈকত আলী দারুণ ব্যাটিং করেছেন। তবে সৈকত আগের দিনের মতো ইনিংস লম্বা করতে পারেননি। অন্যদের মধ্যে কেউই আর সেভাবে দাড়াতে পারেননি। যাতে ১৬.৩ ওভারে ১৬৬ রানেই গুটিয়ে গেছে চট্টগ্রাম। ওপেনার তানজিদ হাসান তামিম ২৪ বলে ৫টি চার ২টি ছয়ে ৪১ রান করেছেন। অপর ওপেনার জস ব্রাউন ২৩ বলে ৩টি চার ২টি ছয়ে ৩৬ রান করেছেন। সৈকত আলী পাঁচে নেমে ১১ বলে ৩৬ রান করেন।
কুমিল্লার হয়ে দারুণ বোলিং করেছেন মঈন আলী ও রিশাদ হোসেন। ব্যাট হাতে দারুণ এক অর্ধশতক তুলে নেওয়া ইংলিশ অলরাউন্ডার মঈন ৩.৩ ওভার বোলিং করে ২৩ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন। লেগস্পিনার রিশাদ ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নিয়েছেন।
এর আগে উইল জ্যাকসের সেঞ্চুরি ও লিটন দাস এবং মঈন আলীর হাফসেঞ্চুরিতে রেকর্ড স্কোর গড়ে কুমিল্লা। টস জিতে কুমিল্লাকে প্রথমে ব্যাটিং করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। সেটাই হয়তো সবচেয়ে বড় ভুল ছিল!
ক্রিজে নেমে শুরু থেকেই রীতিমতো ঝড় তুলতে চেয়েছেন লিটন দাস ও উইল জ্যাকস। এবারের বিপিএলে সেভাবে হাসেনি লিটনের ব্যাট। আজ সব রাগ যেন উগড়ে দিতে চাইলেন! ফেরার আগে মাত্র ৩১ বলে ৯টি চার ৩টি ছয়ে ৬১ রান করেছেন লিটন।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় আজ তিনে নেমে গোল্ডেন ডাক মেরেছেন। চারে নামা ব্রোক গোস্টও (১১ বলে ১০ রান) সুবিধা করতে পারেননি। তবে পাঁচে নেমে শেষ দিকে ঝড় তুলেছিলেন মঈন আলী।
গতকাল বাংলাদেশে পৌঁছা মঈন আজ এবারের বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন ইংলিশ অলরাউন্ডার। নেমেই ব্যাটে ঝড়। অপর দিকে উইল জ্যাকসের দাপট অব্যাহতই ছিল। চলতি বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরিই তুলে নিয়েছেন জ্যাকস।
কুমিল্লার নির্ধারিত ২০ ওভার যখন শেষ হলো জ্যাকস তখন ৫৩ বলে ১০৮ রানে অপরাজিত। তিনি চার মেরেছেন ৫টি, আর ছক্কা ১০টি! মঈন আলী ২৪ বলে ২টি চার ৫টি ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন।
সারাবাংলা/এসএইচএস