বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, নেই তামিম
১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৮
বিভিন্ন কারণে অনেকদিন যাবত জাতীয় দলে অনিয়মিত বলে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আগেই অনুরোধ করেছিলেন তামিম ইকবাল। সেই অনুযায়ীই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই তামিম। তবে আলোচনায় থাকা অপর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আছেন চুক্তিতে।
অবশ্য শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে মাহমুদউল্লাহর নাম আছে। টি-টোয়েন্টি ক্যাটাগরিতে নেই তার নাম। টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। অপর অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আছেন টেস্ট ও ওয়ানডে ক্যাটাগরিতে। সাকিব আল হাসান আছেন তিন ফরম্যাটের চুক্তিতেই।
আগামী এক বছরের জন্য বোর্ডের চুক্তিতে এবার নতুন করে যুক্ত হয়েছেন তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব। তামিমসহ বাদ পরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন।
তিন ফরম্যাটের চুক্তিতে সাকিবের সঙ্গে আরও আছেন নতুন নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।
একনজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি-২০২৪
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি : সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।
টেস্ট ও ওয়ানডে : মুশফিকুর রহিম।
ওয়ানডে ও টি-২০ : তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
টেস্ট : মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান।
ওয়ানডে : মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।
টি-টোয়েন্টি : নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।
সারাবাংলা/এসএইচএস