Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব বাদ, তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১১

তিন ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব থেকে বাদ পরেছেন সাকিব আল হাসান। তার জায়গায় তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে তরুণ নাজমুল হোসেন শান্তকে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অন্তত এক বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত।

সাকিবকে বাদ দিয়ে শান্তকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার ব্যাখ্যায় নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে। কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে; ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে। আসলে তাকে পাবো কিনা আমরা নিশ্চিত না।’

‘অবশ্যই ও আমাদের প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে সবসময়ই ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন ভালোভাবে দলটা চলতে পারে; সেজন্য শান্তকে আমরা নির্বাচন করেছি।’ যোগ করেন পাপন।

২০০৯ সালে প্রথমবার বাংলাদেশের নেতৃত্ব পাওয়া সাকিব অনেকবার নেতৃত্ব পেয়েছেন, অনেকবার হারিয়েছেন। গত বছরের ১১ আগস্ট পুনরায় তিন ফরম্যাটে অধিনায়ক হয়েছিলেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতায় সাকিবের অধিনায়কত্ব নিয়ে উঠেছিল বেশ কিছু প্রশ্ন। এরপর ইনজুরির কারণে বেশ কয়েক মাস ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। এর মাঝে আভাসও দিয়েছিলেন, অধিনায়কত্ব আর করতে চান না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে অধিনায়ক সাকিব অধ্যায় শেষই হয়ে গেল।

বিজ্ঞাপন

বিশ্বকাপের সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে বেশ প্রসংশা কুড়িয়েছেন শান্ত। তার নেতৃত্বে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারায় বাংলাদেশ। পরে টি-টোয়েন্টিতেও জয় পায় বাংলাদেশ। ওই সিরিজেও নেতৃত্বে ছিলেন শান্ত। তারপর থেকেই নতুন অধিনায়ক হিসেবে শান্তর নাম উচ্চারিত হচ্ছিল।

তিন ফরম্যাট মিলিয়ে মোট ১১ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। টেস্টে শান্তর অধীনে ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে তার নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ, জিতেছে এক ম্যাচে। টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে এক জয় ও এক হার শান্তর, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

সারাবাংলা/এসএইচএস

বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর