Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার বেলিংহামের চোটের ধাক্কা রিয়ালের

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৭

চলতি মৌসুমের শুরুর আগেই দলের প্রধান গোলরক্ষক এবং রক্ষণভাগের প্রহরী এডার মিলিতাও পায়ের লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে ছিটকে যান। এরপর ডিসেম্বরে এসে পায়ের লিগামেন্ট ছিঁড়ে ছিটকে যান ডেভিড আলাবাও। শনিবার (১০ ফেব্রুয়ারি) জিরুনার বিপক্ষে ম্যাচের আগে ছিটকে যান আরও দুই ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার এবং নাচো ফার্নান্দেজ।

জিরুনার বিপক্ষের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের সেরা খেলোয়াড়ের একজন জুড বেলিংহামও। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। গোড়ালির এই চোটের কারণে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ মিডফিল্ডারকে।

বিজ্ঞাপন

লা লিগায় শনিবার জিরোনার বিপক্ষে রিয়ালের ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন বেলিংহাম। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে প্রতিপক্ষের মিডফিল্ডার পাবলো তোরের চ্যালেঞ্জে পায়ে আঘাত পেয়ে তিনি মাঠে বসে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর খেলা চালিয়ে যেতে পারেননি। তাকে তুলে ব্রাহিম দিয়াজকে নামান কোচ কার্লো আনচেলত্তি।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলিংহামের পায়ের পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় গোড়ালির ‘হাই গ্রেড স্প্রেইন’ ধরা পড়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বেলিংহামকে। এতেই দলের আগামী চার ম্যাচে তাকে দেখা যাবে না। এর মধ্যে আগামী মঙ্গলবার জার্মান দল আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও রয়েছে। এছাড়া লা লিগায় রায়ো ভায়োকানো, সেভিয়া ও ভালেন্সিয়ার বিপক্ষের ম্যাচেও পাওয়া যাবে না বেলিংহামকে।

চোটে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ২৮ গোলে অবদান এই ফুটবলারের। এর মধ্যে গোল করেছেন ২০টি, অ্যাসিস্ট ৮টি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

চোট জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর