চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাসে লরির ধাক্কা
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাসকে ধাক্কা দিয়েছে একটি লরি। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটে সীতাকুণ্ডে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি। দুর্দঘটনার সময় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোনো ক্রিকেটার, টিম স্টাফ বা অন্য কোনো সদস্য টিম বাসটিতে ছিলেন না। মূলত সেই বাসে ক্রিকেটারদের সরঞ্জামাদি ছিল।
১৩ ফেব্রুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হতে যাচ্ছে। আজ বিকেলে ফ্লাইটে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটারদের। ঢাকা থেকে সেই বাসে করে ক্রিকেটারদের সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছিল।
১৩ তারিখে চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেদিন তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঘরের মাঠে এবার সব মিলিয়ে ৪টি ম্যাচ খেলবে চট্টগ্রাম।
বিপিএল এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তার মধ্যে ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে আছে দলটি।
সারাবাংলা/এসএইচএস