Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং ঝড়ে রানের রেকর্ড গড়ল রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪০

শুরুটা করেছিলেন রনি তালুকদার। তারপর রেজা হেনড্রিক্স, সাকিব আল হাসান এবং সর্বশেষ জেমি নিশাম মিলে রীতিমতো তুলধুনু করলেন প্রতিপক্ষের বোলিং আক্রমণকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ২১১ রানের রেকর্ড সংগ্রহ গড়েছে রংপুর রাইডার্স।

চলতি দশম বিপিএলে সর্বোচ্চ রানের স্কোর এটা। এর আগে ফরচুন বরিশালের বিপক্ষে ১৯৩ রান তুলেছিল চট্টগ্রাম। এতোদিন এটাই ছিল চলতি বিপিএলের সর্বোচ্চ স্কোর।

বিজ্ঞাপন

রংপুরের তারকার ক্রিকেটাররা বিপিএল ছেড়ে গেছে। পাকিস্তান সুপার লিগ শুরু হচ্ছে বলে বাবর আজম চলে গেছেন। জাতীয় দলের সিরিজ খেলতে আফগানিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাইও চলে গেছেন। তাদের জায়গায় কয়েকজন বড় তারকাকেই অবশ্যই নিয়ে এসেছে রংপুর। আজ নতুন আসা তারকারাই মাতিয়ে দিল।

বাবর, নবিদের জায়গায় আজ রংপুরের হয়ে খেলতে নেমেছেন রেজা হেনড্রিক্স, জেমি নিশাম, ইমরান তাহিররা। রেজা হেনড্রিক্স ও জেমি নিশাম দুজনেই ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করলেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে রংপুরের হয়ে শুরুতে দ্রুত রান তুলতে চেয়েছেন ওপেনার রনি তালুকদার। তবে ইনিংসটা বড় হয়নি। ১৭ বলে ৩টি চার ১টি ছয়ে ২৪ রান করে ফিরেছেন রনি।

রনি ফেরার পর হাত খুলতে থাকেন অপর ওপেনার হেনড্রিক্সও। তিনে নেমে সাকিব আল হাসান আজও দ্রুত রান তুলেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৩২ বলে ৬০ রান তোলেন এই দুজন। সাকিব মাত্র ১৬ বলে ৩টি চার ১টি ছয়ে ২৭ রান করে আউট হলে এই জুটি ভাঙে।

হেনড্রিক্সও এরপর খুব বেশিক্ষণ ক্রিজে ছিলেন না। ৪১ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫৮ রান করে আউট হয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। শেষ দিনে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমি নিশাম রীতিমতো ঝড় ‍তুলেছিলেন ব্যাটে।

বিজ্ঞাপন

২০ ওভারের খেলা যখন শেষ হলো নিশাম তখন মাত্র ২৬ বল খেলে ৫১ রানে অপরাজিত! তার ইনিংসে চারের মার ৫টি, ছক্কা ৩টি। নুরুল হাসান সোহান ২১ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর