সাইফ-নাঈমের হাফ সেঞ্চুরি, কুমিল্লার সামনে বড় চ্যালেঞ্জ
৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৯ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০৫
টস জিতে আগে ব্যাটিং করতে নামা দুর্দান্ত ঢাকার ওপেনার চতুরঙ্গা ডি সিলভা ফিরেছেন শুরুতেই। তবে দ্বিতীয় উইকেটে ঢাকার দুই দেশীয় তরুণ নাঈম শেখ ও সাইফ হাসান দুর্দান্ত একটা জুটি গড়ে তুললেন। এই দুজনের ব্যাটে শেষ পর্যন্ত বড় স্কোর গড়েছে ঢাকা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৭৫ রান তুলেছে দুর্দান্ত ঢাকা। চলতি বিপিএলে ঢাকার এটা সর্বোচ্চ স্কোর।
শুক্রবার (৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করতে নামে ঢাকা। নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন শ্রীলংকান ক্রিকেটার চতুরঙ্গা ডি সিলভা। ইনিংসের চতুর্থ ওভারে আলিস আল-ইসলামের বলে ফেরার আগে ১৩ বলে ১৪ রান করেন চতুরঙ্গা।
ঢাকার দ্বিতীয় উইকেট জুটিটা হয়েছে দুর্দান্ত। নাঈম শেখ শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেছেন। সাইফ হাসান বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিলেন। উইকেট থিতু হয়ে সাইফও দ্রুত রান তুলেছেন।
দ্বিতীয় উইকেট জুটিতে ৭৮ বল খেলে ১১৯ রান তুলেছেন দুজন। সাইফ হাসান ম্যাথু ফোডের স্লোয়ারে ক্যাচ আউট হওয়ার আগে ৪২ বলে ৫৭ রান করেছেন। তার ইনিংসে চারের মার ৪টি, ছক্কা ৩টি। নাঈম শেখ হিট উইকেট হয়েছেন ব্যক্তিগত ৬৪ রানের মাথায়। ৪৫ বলে এই রান করার পথে ৯টি চার ১টি ছক্কা হাঁকিয়েছেন নাঈম।
এই দুজন ফেরার পর কিছুটা ছন্দ হারিয়ে ফেলে ঢাকা। তবে অ্যালেক্স রোসের শেষের ঝড়ে শেষ পর্যন্ত বড় সংগ্রহই পেয়েছে দলটি। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানে থেমেছে ঢাকা। অ্যালেক্স রোস ১১ বলে ২টি চার ১টি ছয়ে ২১ রানে অপরাজিত ছিলেন।
কুমিল্লার হয়ে ম্যাথু ফোড ৪ ওভারে ৩৫ রানে তিন উইকেট নিয়েছেন। অপর উইকেটটি আলিস আল-ইসলামের।
সারাবাংলা/এসএইচএস