গার্নাচোর জোড়া গোলে ইউনাইটেডের জয়, হেরেছে চেলসি
৫ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫৪ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২৫
নতুন বছরটা দুর্দান্ত শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৪ সালে এসে এখন পর্যন্ত অপরাজিত আছে ক্লাবটি। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে ড্র আর জয় এসেছে বাকি চারটিতেই। যার মধ্যে সর্বশেষ জয় এলো ওয়েস্ট হাম ইউনাইটডের বিপক্ষে ঘরের মাঠে। ওল্ড ট্রাফোর্ডে রাসমাস হইলুন্ডের একটি আর আলেহান্দ্রো গার্নচোর জোড়া গোলে রেড ডেভিলরা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। অন্যদিকে ম্যাথিউস কুনহার হ্যাটট্রিকে চেলসি ৪-২ গোলের ব্যবধানে হেরেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে।
ম্যাচের ২৩তম মিনিটে গোলের দেখা পায় ম্যানচেস্টারের দলটি। কাসেমিরোর পাস ধরে এগিয়ে যান হইলুন্ড। তার সামনে ছিল প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। তাদের বাধা এড়িয়ে জায়গা বানিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন ডেনমার্কের ফরোয়ার্ড। লিগে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন ২১ বছর বয়সী হইলুন্ড।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গার্নাচো। ফার্নান্দেজের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৮৪তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন গার্নাচো। স্কট ম্যাকটমিনের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ১৯ বছর বয়সী ফুটবলার। আর তাতেই ৩-০ গোলের জয় নিশ্চিত হয় রেড ডেভিলদের।
অন্যদিকে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে এগিয়ে গিয়েও। চেলসিকে আদতে হারিয়ে দিয়েছেন ম্যাথিউস কুনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলে জিতেছে উলভস। ম্যাচের ১৯ মিনিটে কোল পালমার এগিয়ে দেন চেলসিকে। ৩ মিনিট পর উলভসকে সমতায় ফেরান কুনহা। ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মাউরিসিও পচেত্তিনো দল। এরপর কুনহার আরও দুই গোল—৬২ ও ৮২ মিনিটে। শেষটি করেছেন পেনাল্টি থেকে। এর ৪ মিনিট পর একটি গোল শোধ দিয়ে চেলসির হারের ব্যবধান কমান থিয়াগো সিলভা।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয় নেই চেলসির। তার মধ্যে প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে হার। এই হারে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে ওঠে এলো উলভস।
২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ছয়ে ওঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। ২ পয়েন্ট কম নিয়ে তাদের নিচে আছে ওয়েস্ট হাম। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে চেলসি। ১ পয়েন্ট বেশি নিয়ে ১০ নম্বরে উলভস।
সারাবাংলা/এসএস
ইপিএল চেলসি বনাম উলভস ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড