Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরাজ-মালিক ঝড়ে বরিশালের অবিশ্বাস্য জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৯

জয়ের জন্য শেষ ১২ বলে ৩৭ রান লাগত ফরচুন বরিশালের। খুলনার দুই পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম যেমন দুর্দান্তভাবে বোলিং করছিল তাতে কখনোই মনে হয়নি এই সমীকরণটা মেলাতে পারবে বরিশাল। কিন্তু মেহেদি হাসান মিরাজ ও অভিজ্ঞ শোয়েব মালিকের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জিতেই মাঠ ছেড়েছে বরিশাল।

খুলনার বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বরিশাল। শেষে ঝড় তোলা শোয়েব মালিক প্রথম ১৮ বলে করেছিলেন ২০ রান। শেষ পর্যন্ত ২৫ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন পাকিস্তানি তারকা। অপর দিকে মেহেদি হাসান মিরাজ ক্রিজে গিয়েই ঝড় তুলতে চেয়েছেন। সাত নম্বরে ব্যাটিং করতে নেমে ১৫ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন মিরাজ।

বিজ্ঞাপন

আজ শোয়েব মালিকই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। বরিশালের হয়ে এবারের বিপিএলে প্রথম তিন ম্যাচ খেলে বিতর্ক নিয়ে ফিরে গিয়েছিলেন শোয়েব। কিছুদিন পর ফিরে এসেই ম্যাচের পার্থক্য গড়ে দিলেন। ব্যাট হাতে দায়িত্বশীল একটা ইনিংস খেলার আগে বল হাতেও নিয়েছেন দুটি উইকেট।

টানা তিন ম্যাচ হারার পর আবার টানা দুই জয় পেল বরিশাল। অপর দিকে চলতি বিপিএলে খুলনার অপরাজেয় যাত্রা থামল আজ। এর আগে বিপিএলে চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছিল তারা।

শনিবার (৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকের নিয়ন্ত্রণ অবশ্য বরিশালের হাতেই ছিল। বরিশালের স্পিনাররা আজ দুর্দান্ত বোলিং করেছেন। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮৮ রানে খুলনা যখন সপ্তম উইকেট হারাল তখন ১৬ ওভারের খেলা শেষ।

তারপর আর কতদূরই যেতে পারত খুলনা। কিন্তু দুই পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ শেষ দিকে রীতিমতো ব্যাটে ঝড় তুলেছিলেন। মাত্র ১৩ বলে ৫টি চার ১টি ছয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন ফাহিম আশরাফ। নাওয়াজ ২৩ বলে ৪টি ছয়ের সাহায্যে ৩৮ রানে অপরাজিত ছিলেন।

বিজ্ঞাপন

যাতে ২০ ওভারে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় খুলনা। বরিশালের হয়ে তাইজুল ইসলাম ৩ ওভারে মাত্র ৭ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন। শোয়েব মালিক ৪ ওভারে ২৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন।

পরে জবাব দিতে নেমে বরিশালের শুরুটা স্বচ্ছেন্দের হয়নি। উড়ন্ত ফর্মে থাকা পাকিস্তানের আহমেদ শেহজাদ ফিরেছেন শূন্য রানে। বলের সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে পারেননি তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম। তারা ইনিংসও বড় করতে পারেননি।

তামিম আজ ১৮ বলে ২০ রান করে সীমানায় ধরা পরেছেন। সৌম্য ২৩ বলে ২৭ ও মুশফিক ২৫ বলে ২৭ রান করে ফিরেছেন। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা মাহমুদউল্লাহর আজ দিনটাই খারাপ কেটেছে। বল হাতে ১ ওভারে ১৮ রান খরচ করা বরিশালের অভিজ্ঞ অলরাউন্ডার আজ ব্যাট হাতে ৯ বলে ৪ রান করে আউট হয়েছেন।

তবে মেহেদি হাসান মিরাজ উইকেটে নামার পর থেকেই ম্যাচের গল্প পাল্টাতে থাকে। সাতে নেমে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেছেন মিরাজ। ধরে খেলা শোয়েব মালিকও শেষ ওভার ঝড় তুলেছিলেন। এই দুজনের ব্যাটে শেষ দিকের অবিশ্বাস্য সমীকরণও মিটিয়েছে বরিশাল।

২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে বরিশাল। খুলনার হয়ে ফাহিম আশরাফ ৪ ওভারে ১৮ রান খরচায় তিন উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর