Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামকে উড়িয়ে দিল কুমিল্লা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৭ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৯

দশম বিপিএলের শুরু থেকেই উড়তে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে স্রেফ উড়িয়ে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই জেতা চট্টগ্রামকে আজ ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা। সেটাও দশ ওভারের আগেই!

মূলত বোলররাই কুমিল্লার বড় জয়ের ভীতটা গড়ে দিয়েছেন। আগে বোলিং করে চট্টগ্রামকে মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়েছে কুমিল্লা। পরে দ্রুত রান তোলার চেষ্টায় তিনটা উইকেট হারাতে হয়েছে বটে, তবে কখনোই মনে হয়নি কুমিল্লা এই ম্যাচে হারতে পারে।

বিজ্ঞাপন

ষষ্ঠ ম্যাচে এ নিয়ে দ্বিতীয় হারের মুখোমুখি হলো চট্টগ্রাম। অপর দিকে পঞ্চম ম্যাচ খেলতে নেমে আজ তৃতীয় জয় তুলে নিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার স্পিনারদের বিপক্ষে স্রেফ নাস্তানাবুদ হয়েছে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। তরুণ স্পিনার তানভীর ইসলাম শুরু থেকেই প্রতিপক্ষকে কাঁপিয়েছেন। কুমিল্লার রহস্য স্পিনার আলিস আল-ইসলামও আজ দাপট দেখিয়েছেন।

ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছেন চট্টগ্রামের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। অপর ওপেনার অভিষ্কা ফের্নান্দোও বেশিদূর এগুতে পারেননি। তানভীর ইসলামের স্পিনে কাবু হওয়ার আগে ৯ বলে ৭ রান করেছেন।

তানভীর স্পিন জাদুর বিপক্ষে এরপর আর দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৩ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর এটা। চট্টগ্রামের পক্ষে ২০ বলে সর্বোচ্চ ২৭ রান করেছেন টম ব্রুচ। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল নাজিবুল্লাহ জাদরান (১১)।

বিজ্ঞাপন

কুমিল্লার হয়ে তানভীর চার ওভার বোলিং করে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। আলিস আল-ইসলাম ৪ ওভারে ১৪ রানে দুই উইকেট নিয়েছেন।

পরে জবাব দিতে নেমে দশ ওভারের আগেই জিতেছে কুমিল্লা। রানরেটের হিসেব ঠিক রাখতে শুরু থেকেই দ্রুত রান তুলতে চেয়েছে কুমিল্লা। এই রান তুলতেও তিনটা উইকেট হারাতে হয়েছে মূলত সেই চেষ্টাতেই। ৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে কুমিল্লা।

১৩ বলে ৫টি চার ১টি ছয়ে সর্বোচ্চ ৩১ রান করেন তাওহিদ হৃদয়। ২৪ বলে ১৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর