Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেটের বিশেষ উদ্যোগ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৭ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৩

দুই দিনের বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে দশম বিপিএল। বিরতির পর আজ ফেব্রুয়ারির দ্বিতীয় দিনে শুরু হলো বিপিএল, যার প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে লড়ছে সিলেট স্ট্রাইকার্স। এদিকে, ভাষার মাস ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

আজকের ম্যাচের জন্য বিশেষ জার্সি পরে মাঠে নেমেছে দলটি। জার্সিতে প্লেয়ারের নাম ও নাম্বার লেখা হয়েছে বাংলা ভাষায়। এছাড়া সিলেটের ইতিহাস-ঐতিহ্যের ২০টি নিদর্শন দিয়ে সাজানো হয়েছে জার্সিটি। সিলেট স্ট্রাইকার্সের উদ্যোগে তৈরি বিশেষ এই জার্সিটি উন্মোচন করেন ভাষা সৈনিক প্রফেসর মো. আব্দুল আজিজ।

বিজ্ঞাপন

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন জার্সি পরা সিলেট আজ মাঠে নেমেছে অনেকটা নতুন আঙ্গিকেই। জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে দলটির অধিনায়ক সাংসদ মাশরাফী বিন মোর্তজা আপাতত ছুটি নিয়েছেন। তার জায়গায় সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন।

দশম বিপিএলে এখন পর্যন্ত সিলেটের অবস্থা একেবারেই যাচ্ছে-তা। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে দলটি। আজ ‘নতুন’ সিলেট জয়ের স্বাদ পায় কিনা সেটাই দেখার।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর