কুমিল্লাকে ৮ রানে হারাল রংপুর
৩০ জানুয়ারি ২০২৪ ১৭:০৬ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৭:২৯
দশম বিপিএলে আরেকটা জয় তুলে নিল রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৮ রানে জিতেছে রংপুর।
আগে ব্যাটিং করে ১৬৫ রান তুলেছিল রংপুর। পরে জবাব দিতে নেমে কুমিল্লা থেমেছে ১৫৭ রানে। সাকিব আল হাসান, বাবর আজমদের রংপুর এ নিয়ে পাঁচ ম্যাচ খেলে তৃতীয় জয় পেল। অপর দিকে কুমিল্লা চতুর্থ ম্যাচ খেলতে নেমে আজ দ্বিতীয়বার হারল।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের ১৬৫ রানের জবাব দিতে নেমে আজও কুমিল্লার ওপেনিং জুটি ব্যর্থ। ওপেনার লিটন দাস প্রথম ওভারেই ফিরেছেন ১ রান করে। অফ ফর্মে থাকা কুমিল্লার পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান আজও রান পাননি। আজ ২১ বলে ১৭ রান করে আউট হয়েছেন রিজওয়ান।
তবে এরপর তাওহিদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কনের দারুণ একটা জুটি হয়েছে। ইমরুল কায়েসকে বসিয়ে অঙ্কনকে একাদশে জায়গা করে দিয়েছে কুমিল্লা। রান অবশ্য পেয়েছেন তরুণ ক্রিকেটার। তবে সেটা টি-টোয়েন্টি ঘটনার ইনিংস ছিল না। ৫৫ বল খেলে ৪টি চার ৩টি ছয়ে ৬৩ রান করেছেন।
চারে নামা তাওহিদ হৃদয় অপরাজিত ছিলেন শেষ ওভার পর্যন্ত। ২৮ বলে ২ চার ১ ছয়ে ৩৯ রান করেছেন হৃদয়। এই দুজন কুমিল্লাকে যেখানে টেনে নিয়েছিলেন সেখান থেকে জিততে হলে শেষ দিকে ক্যামিও ইনিংস খেলতে হতো। সেটা পারেননি কেউ।
পাকিস্তানের খুশদিল শাহ ৮ বলে ২ ছয়ে ১৩ রান করে আউট হয়ে হতাশ করেছেন। শেষ ওভারে সাকিব আল হাসানকে ২ ছক্কা ১ চার হাঁকিয়ে জাকের আলি ৪ বলে ১৮ রান করলেও সেটা কুমিল্লাকে জেতাতে পারেনি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানে থেমেছে কুমিল্লা। রংপুরের হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।
রংপুরের ব্যাটিংয়েও ওমরজাইয়ের বড় অবদান। ফর্মে থাকা রংপুরের পাকিস্তানি তারকা ওপেনার বাবর আজম আজ ইনিংস লম্বা করতে পারেননি। ৩৭ বলে ৩৬ রান করে ফিরেছেন বাবর। তার ওপেনিং পার্টনার ব্রেন্ডন কিং ফিরেছেন তারও আগে, ১২ বলে ১৪ রান করে।
প্রথমবার একাদশে সুযোগ পাওয়া ফজলে রাব্বি তিনে নেমে ২১ বলে ৩০ রান করছেন। শেষ ওভারগুলোতে কার্যকরি দুটি ইনিংস খেলেছেন ওমরজাই ও নুরুল হাসান সোহান। এই দুজনের বিপক্ষে কুমিল্লার পেসার মোস্তাফিজুর রহমান নিজের শেষ দুই ওভারে আজ খরচ করেছেন ৩৯ রান!
২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানে থেমেছে রংপুর। ওমরজাই ২০ বলে ৩টি চার ২টি ছয়ে ৩৬ রান করে অপরাজিত ছিলেন। আর নুরুল হাসান সোহান ৬ বলে ১৫ রান করেন। রংপুরের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আজও ব্যাটিং করতে নামেননি। বোলিংয়েও দিনটা ভালো কাটেনি সাকিবের। ৪ ওভার বোলিং করে ৪১ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট।
সারাবাংলা/এসএইচএস