Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ বলে জিতে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ২০:০১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ২১:৪৯

জয়ের জন্য শেষ ওভারে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রয়োজন ছিল ৯ রান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বোলার জান্নাতুল মাওয়া ওভারের প্রথম ডেলিভারিটি ‘নো’ বল করলে সেই বল থেকেই উঠে ৫ রান। অর্থাৎ শেষ ৫ বলে লাগত মাত্র ৪ রান। সেই অবস্থা থেকেও ম্যাচ জিতেছে বাংলাদেশ!

শেষ ৫ বলে মাত্র ২ রান খরচ করে দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১ রানের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন জান্নাতুল মাওয়া। ১ রানের রূদ্ধশ্বাস জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে স্বাগতিক বাংলাদেশ।

বিজ্ঞাপন

কক্সবাজারে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সিরিজে তাদের অপর দুই প্রতিপক্ষ শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দল ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে পাচ্ছে বাংলাদেশ।

আজ রোববার (২৮ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধাতি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন রাবেয়া। ৩১ রান করেছেন আফিয়া আদমা ইরা।

পরে জবাব দিতে নেমে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দল থেমেছে ১১৩ রানে। লংকানদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন দেওমি বিহাঙ্গা। নেথমি পোর্না ২৭ ও বিসমি গুনাত্নে ২৬ রান করেছেন।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর