আবারও তাসকিনের ইনজুরি
২৭ জানুয়ারি ২০২৪ ২২:৪৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ০২:০১
ব্যাক ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা তাসকিন আহমেদ চলতি বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন। বিপিএলে আবারও ব্যথা ফিরে এসেছে তাসকিনের। ব্যথার কারণে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ঠিকঠাক খেলতে পারেননি দুর্দান্ত ঢাকার পেসার।
আজ রংপুরের বিপক্ষে প্রথম স্পেলে ২ ওভার বোলিং করে ১৪ রানে ১টি উইকেট নিয়েছিলেন তাসকিন। পরে দলের অন্য বোলাররা বেধরক পিটুনি খেলেও তাসকিন আর বোলিংয়ে আসেননি। পরে ব্যাটিং করতেও নামেননি তাসকিন। ম্যাচ শেষে তাসকিনের ব্যথা ফিরে আসার বিষয়টি নিশ্চিত করলেন ঢাকার অপর পেসার শরিফুল ইসলাম।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিনের ইনজুরি বিষয়ে শরিফুল বলেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যাথা) লেগে আসছিল, সেজন্য বোলিং করেননি, ব্যাটিংয়ে নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাকে নিয়ে। আশা করছি, পরের ম্যাচের আগে উনি ফিট হয়ে যাবেন।’
তাসকিনের ব্যাক পেইন অনেক পুরনো। গত ওয়ানডে বিশ্বকাপে ব্যথা ফিরে এসেছিল। ব্যথা নিয়েই বিশ্বকাপ খেলা তাসকিন খুব একটা সাফল্য পাননি। তারপর দীর্ঘ সময় বিশ্রাম নিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন। সেখানে আবারও ফিরে এলো তার ব্যথা।
বিপিএলে ঢাকার পরবর্তী ম্যাচ ২৯ জানুয়ারি। সেই ম্যাচে তাসকিন খেলতে পারেন কিনা এখন সেটাই দেখার বিষয়।
সারাবাংলা/এসএইচএস