Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সাকে হারাল ভিয়ারিয়াল

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪ ০২:০০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:১৭

ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে হজম করে আরেকটি গোল। তবে এরপর মাত্র ১০ মিনিটের ব্যবধানে ২-০ গোলে পিছিয়ে পড়া থেকে ৩-২ গোলের লিড নেয় বার্সা। তবে ম্যাচের নাটকীয়তার তখনও অনেক বাকি! ম্যাচের শেষ দিকে ব্যবধান ঘুচিয়ে দিল ভিয়ারিয়াল। যোগ করা অতিরিক্ত সময়ে দুই গোল হজম করে শেষ পর্যন্ত ৫-৩ গোলের ব্যবধানে হারল বার্সেলোনা।

বিজ্ঞাপন

এই নিয়ে শেষ পাঁচ ম্যাচে তিনটিতেই হারল বার্সা। যার মধ্যে রিয়ালের কাছে ৪-১, অ্যাথলেটিক ক্লাব বিলবাওর কাছে ৪-২ আর ভিয়ারিলের কাছে ৫-৩ গোলের ব্যবধানে হারল বার্সেলোনা। লা লিগায় এটি বার্সেলোনার তৃতীয় হার। ২১ ম্যাচে ১৩ জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে কাতালান ক্লাবটি। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরুনা আর ৪১ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচের ৪১তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় ভিয়ারিয়াল। সতীর্থের থ্রো-ইনে বল নিয়ন্ত্রণে নিয়ে ফরোয়ার্ড সরলথ বক্সে ঢুকে পাস দেন পেনাল্টি স্পটের কাছে। আর প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ৩১ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড মরেনো। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সুযোগ আসে বার্সেলোনার সামনে। ইয়ামালের ক্রসে দূরের পোস্টে স্লাইডে বলে পা ছোঁয়াতে পারেননি ডিফেন্ডার রোনাল্দ আরাউহো।

৫৪তম মিনিটে নিজেদের ভুলে আরও পিছিয়ে পড়ে বার্সেলোনা। জাও ক্যান্সেলোর ভুলে বল ধরে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার সাবেক উইঙ্গার ইলিয়াস আখোমাচ। ৬০তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। দুই মিনিট আগে ফেলিক্সের বদলি নামা ফেররান তরেসের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নিতে পারেননি রবের্ত লেভানদোভস্কি। পাশেই থাকা গিনদোয়ান বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন।

এরপর ৬৫তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন তপরেস। বক্সে গুন্দোয়ানের হেড পাসে ওয়ান-অন-ওয়ানে বল বাইরে মারেন স্প্যানিশ ফরোয়ার্ড। ৬৮তম মিনিটে দলকে সমতায় ফেরান দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা পেদ্রি। কুন্দের ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। বক্সের ভেতর থেকে স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির শট প্রতিপক্ষের একজনের পা ছুঁয়ে জাল খুঁজে পায়। দুই মিনিট পর এগিয়েও যায় বার্সেলোনা। গুন্দোয়ানের ফ্রি-কিকে বক্সে হেডের জন্য লাফিয়ে ওঠেন আরাহো। বল ভিয়ারেয়ালের ডিফেন্ডার এরিক বেইলির গায়ে লেগে জালে জড়ায়, আত্মঘাতী গোল।

বিজ্ঞাপন

তবে ৮৪তম মিনিটে স্কোরলাইন ৩-৩ করেন গনসালো গেদেস। সতীর্থের লম্বা করে বাড়ানো বল বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৯০তম মিনিটে গুন্দোয়ানের শটে বক্সে ভিয়ারেয়ালের একজনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি। টিভি ক্যামেরায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জাভি।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ৯ম মিনিটে লিড নেয় ভিয়ারিয়াল। বক্সে অনেক সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেননি বার্সেলোনার খেলোয়াড়রা। আলগা বল পেয়ে জাল খুঁজে নেন সরলথ। আর একেবারে শেষ মুহূর্তে স্বাগতিকদের কফিনে পঞ্চম পেরেক ঠুকে দেন লুইস মোরালেস।

সারাবাংলা/এসএস

বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল লা লিগা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর