মাশরাফির কিপটে বোলিং, ১৩০ রানেই আটকে গেল কুমিল্লা
২৬ জানুয়ারি ২০২৪ ২১:১৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ২১:১৭
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ভালো স্কোর গড়তে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩০ রানেই থেমেছে কুমিল্লার ইনিংস।
সিলেটের বোলারদের সবাই ভালো বোলিং করেছেন। সামিত প্যাটেল ৪ ওভার বোলিং করে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন। মাশরাফী বিন মোর্তজা ৪ ওভার বোলিং করে উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র ১৯।
মাশরাফীর ফিটনেস ইস্যু নিয়ে বেশ চর্চা চলছে। বিপিএলের আগে অনেকদিন ক্রিকেটের বাইরে ছিলেন। অনুশীলনও করেননি। ফলে ৪০ বছর বয়সী মাশরাফির ফিটনেস ঘাটতির বিষয়টা আলাদা করেই চোখে পরছে। এমন অবস্থায় মাশরাফীর খেলা মানে অন্য তরুণ একজনের সুযোগ নষ্ট করা বলে মনে করছেন কেউ কেউ। তবে মাশরাফী টানা খেলে যাচ্ছেন। আজও ছোট রানআপে দারুণ বোলিং করেছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই লিটন দাসকে হারায় কুমিল্লা। বেন কাটিংকে টানা দুই চার হাঁকানো লিটন ফিরেছেন তৃতীয় বলে। ওপর ওপেনার পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আজও ব্যর্থ। ১৬ বলে ১৪ রান করে ফিরেছেন পাকিস্তানি তারকা।
তাওহিদ হৃদয় (৯), রোস্টন চেজ (২) দ্রুত ফিরলে ৭৪ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় কুমিল্লা। আগের ম্যাচে দুর্দান্ত এক অর্ধশতক করা ইমরুল কায়েসকে আজ তিনে পাঠানো হয়েছিল। তিনে নেমে ২৮ বলে ৩০ রান করে ফিরেছেন ইমরুল। শেষ দিকে জাকের আলী ২৭ বলে ২৯ ও খুশদিল শাহ ২২ বলে ২১ রান করলে শেষ পর্যন্ত ১৩০ পর্যন্ত গেছে কুমিল্লা।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রানে থেমেছে কুমিল্লা। সিলেটের হয়ে সুমিত প্যাটেল, মাশরাফী ছাড়াও রিচার্ড নাগারভাও ভালো বোলিং করেছেন। ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন বেন কাটিং ও তানজিম হাসান সাকিব।
সারাবাংলা/এসএইচএস