বিপিএল ছেড়ে গেলেন মালিক
২৫ জানুয়ারি ২০২৪ ১৪:৩০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ১৪:৩৪
চলতি বিপিএলে আর মাঠে দেখা যাবে না পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে। ব্যক্তিগত কারণে বিপিএল ছেড়ে চলে গেছেন মালিক। তার বিকল্প হিসেবে পাকিস্তানের অপর ক্রিকেটার আহমেদ শেহজাদকে দলে ভেড়ানোর চেষ্টা শুরু করেছে ফরচুন বরিশাল।
শোয়েব মালিকের বিপিএল দল ফরচুন বরিশালের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, এই মৌসুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়ে গেছেন।
চলতি বিপিএল বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন মালিক। প্রথম ম্যাচে ১৮ বলে অপরাজিত ১৭ রান করা মালিক পরের ম্যাচে ৬ বলে ৫ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় ম্যাচে ৬ বলে ৭ রান করে আউট হয়েছেন।
বোলিংয়ে প্রথম ম্যাচে ১ ওভারে ৯ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে ১ ওভার বোলিং করেই ১৮ রান দিয়েছিলেন। সেই ওভারে শোয়েব মালিক নো বল করেছিলেন দুটি।
ব্যক্তিগত কারণে সম্প্রতি বেশ আলোচনায় শোয়েব মালিক। ভারতের টেনিস তারকা সনিয়া মির্জার সঙ্গে শোয়েবের বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে এসেছে। শোয়েব মালিক নিজেই জানিয়েছেন, পাকিস্তানের টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শোয়েব মালিকের এটা তৃতীয় বিয়ে। তাতে সোনিয়ার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি পরিস্কার হয়ে যায়। বিষয়টি নিয়ে বেশ চর্চা চলছে।
সারাবাংলা/এসএইচএস