দুর্দান্ত মুশফিকে বরিশালের চ্যালেঞ্জিং স্কোর
২৩ জানুয়ারি ২০২৪ ২০:১৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ২০:৩৫
আগের ম্যাচে ৩৯ বলে ৬২ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। ফরচুন বরিশালের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম রান পেলেন আজও। মুশফিকের দারুণ ইনিংসের কল্যাণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বরিশাল শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং একটা স্কোরই পেয়েছে।
দশম বিপিএলের অষ্টম ম্যাচে ১৬১ রানের সংগ্রহ গড়েছে বরিশাল। মুশফিকুর রহিম শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৪ বলে ৬২ রান করেছেন। এছাড়া সৌম্য সরকার ৩১ বলে ৪২ রান করেছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল বরিশাল। মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজকে নিয়ে ইনিংসের সূচনা করতে নেমেছিলেন তামিম ইকবাল। মিরাজ প্রথম বলেই ফিরেছেন।
তিনে নেমে প্রিতম কুমার ৭ বলে ৮ রান করে ফিরলে ২৬ রানে দুই উইকেট হারায় বরিশাল। আগের দুই ম্যাচে রান পাওয়া তামিম ইকবাল আজও বেশ ভালোই খেলছিলেন। তবে ইনিংসটা বড় করতে পারেননি। রোস্টন চেজকে ছক্কা হাঁকাতে গিয়ে ১৬ বলে ২টি চার ১টি ছয়ে ১৯ রান করে ফিরেছেন।
এরপর সৌম্য সরকারের সঙ্গে বলার মতো একটা জুটি হয় মুশফিকের। বরিশালের ইনিংসের মেরুদণ্ড এই জুটিটা। চতুর্থ উইকেটে ৪৫ বলে ৬৬ রান তোলেন দুজন। সৌম্য ৩১ বলে ৪টি চার ২টি ছয়ে ৪২ রান করে ফিরেছেন। এরপর শোয়েব মালিক ও মাহমুদউল্লাহ সঙ্গ দিতে পারেননি মুশফিকুর রহিমকে।
তবে মুশফিক একপ্রান্ত ধরে রেখে চালিয়ে খেলেই গেছেন। শেষ ওভারে সীমানায় ধরা পরার আগে ৪৪ বলে ৬২ রান করেছেন মুশফিক। ইনিংসে চার হাঁকিয়েছেন ৬টি, ছক্কা ২টি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে থেমেছে বরিশাল।
কুমিল্লার হয়ে মোস্তাফিজুর রহমান ৩২ রানে তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন রোস্টন চেজ ও ম্যাথু ফ্রোড।
সারাবাংলা/এসএইচএস