প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে তামিমের ৩ হাজার
২২ জানুয়ারি ২০২৪ ২০:০২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ২০:০৯
নানান বিতর্কের পর প্রায় চার মাস পর ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। তবে লম্বা বিরতিটা তার ব্যাটে মরচে ধরাতে পারেনি। দশম বিপিএলে নিজের প্রথম ম্যাচে ৩৫ রানের দারুণ একটা ইনিংস খেলা তামিম আজ ৪০ রান করেছেন। যাতে দারুণ একটা মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।
প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। আজকে ম্যাচের আগে বিপিএলে তামিমের রান ছিল ২৯৬৫। আজ ৪০ রান করার পথে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান অতিক্রম করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দারুণ স্বাচ্ছন্দে ব্যাটিং করতে দেখা গেছে তামিমকে। পাকিস্তানের ফাহিম আশরাফকে এক ওভারে দুটি চার হাঁকালেন দেখার মতো দুই শটে। কিন্তু ফিফটির দিকে এগুতে থাকা তামিম হঠাৎ-ই নাসুম আহমেদের বলে হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পড়লেন।
নাসুমের বলটা ঠিকভাবে ব্যাটে নিতে পারেননি। সীমানায় হাবিবুর রহমান সোহানের ক্যাচ হওয়ার আগে ৩৩ বলে ৫টি চারের সাহায্যে ৪০ রান করেছেন তামিম।
বিপিএলে ৯১ ম্যাচে ৯০ ইনিংস ব্যাটিং করা তামিমের মোট রান এখন ৩ হাজার ৫। ২৫টি অর্ধশতক করেছেন, শতক করেছেন ২টি। স্ট্রাইকরেট ১২২.৮০, সর্বোচ্চ অপরাজিত ১৪১।
তার পেছনেই আছেন মুশফিকুর রহিম। মুশফিক বিপিএলে ১১২ ম্যাচ খেলে ১০৬ ইনিংস ব্যাটিং করে রান করেছেন ২৯০৮। স্ট্রাইকরেট ১৩২.৯০।
সারাবাংলা/এসএইচএস