বাংলাদেশে এলেও বিপিএল খেলা হলো না পাকিস্তানের হারিসের
২১ জানুয়ারি ২০২৪ ১৯:২১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ২২:৩৬
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে বিপিএল শুরু আগে বাংলাদেশে এসে পৌঁছেছেন পাকিস্তানের মোহাম্মদ হারিস। কিন্তু চট্টগ্রাম দুই ম্যাচ খেলে ফেললেও মাঠে নামার অনুমতি পাননি হারিস। বিপিএল খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তি পত্র পাননি। সেই জের ধরে বিপিএল ছেড়ে পাকিস্তানেই ফিরতে হলো তাকে।
রোববার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জানা গেছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কথা বিবেচনা করে তরুণ এই ক্রিকেটারকে অনাপত্তি পত্র না দেওয়ার সিদ্ধান্ত পিসিবির।
তাছাড়া, এক বছরে ক্রিকেটারদের তিনটির বেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলা অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। হারিস গত বছরের জুলাইয়ের পর থেকে ইতোমধ্যেই দুটি লিগ খেলে ফেলেছেন। সবকিছু বিবেচনা করে তাকে বিপিএলের জন্য অনাপত্তি পত্র দেয়নি পিসিবি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য এনওসি (অনাপত্তি পত্র) না পাওয়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ক্যাম্প ছেড়েছেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিস।’
এবারের বিপিএলে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো। কিন্তু সবাইকে অনাপত্তি পত্র দেয়নি পিসিবি। কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার বিপিএলের শুরু থেকে খেলছেন। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাদের বিপিএল খেলতে আসার কথা রয়েছে শিগগিরই।
এদিকে, হারিসসহ ফখর জামান, ইফতিখার আহমেদ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইনকে বিপিএল খেলার অনুমতি দেয়নি পিসিবি।
সারাবাংলা/এসএইচএস