চোখের সমস্যায় অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন সাকিব
২০ জানুয়ারি ২০২৪ ২২:৪৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১১:৩৫
অনেকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। সেই সমস্যা এবার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দিল বাংলাদেশ অধিনায়ককে। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এই মুহূর্তে তা অনিশ্চিত।
গত বিশ্বকাপ থেকে সাকিবের চোখের অস্বস্তির কথা শোনা যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পর লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়েছেন। তবে সেই চিকিৎসায় উন্নতি হয়নি। ফলে এবার সিঙ্গাপুরে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। আগামীকাল রোববার (২১ জানুয়ারি) বেলা ১টায় সিঙ্গাপুরের বিমান ধরার কথা তার।
বিষয়টি নিশ্চিত করেছেন চলতি বিপিএলে সাকিবের দল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক। রংপুর আপাতত ধরে নিচ্ছে পরের তিন ম্যাচে সাকিবকে তারা পাচ্ছে না। তবে শোনা যাচ্ছে, সাকিবের মাঠে ফেরার সময় আরও পিছাতে পারে।
ইশতিয়াক সাদেক বলেন, ‘আগামীকাল (রোববার) বেলা একটার ফ্লাইটে সাকিব সিঙ্গাপুরে যাচ্ছে। তার চোখের সমস্যা এখনো আছে। সিঙ্গাপুরে যাবে বিশেষ একটা চিকিৎসা করাতে, যেটা শুধু ওখানেই হয়। আমরা শুনেছি, এই চিকিৎসা করালে সাকিবের চোখের অবস্থার উন্নতি হবে।’
সাকিব কবে নাগাদ মাঠে ফিরতে পারেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা অনিশ্চিত। তবে আমরা ধরে নিয়েছি পরের অন্তত তিনটি ম্যাচ আমরা সাকিবকে পাব না। এটা মেনে নিতে হচ্ছে, কারণ সাকিবের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া যায় না।’
জানা গেছে, সাকিবের চোখের রেটিনায় সমস্যা। বিশ্বকাপের পর দুবার ভারতে গিয়ে চিকিৎসককে দেখিয়েছেন। দেশের দুজন চক্ষুবিশেষজ্ঞকে দেখিয়েছেন। তারপর লন্ডনে গিয়েছিলেন। কিন্তু তাতেও কাজ হলো না বলে এখন ছুটতে হচ্ছে সিঙ্গাপুরে।
লন্ডন থেকে চিকিৎসা করিয়ে ফিরে গতকাল রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। দশম বিপিএলে নিজের প্রথম ম্যাচটাতে সুবিধা করতে পারেননি। বোলিংয়ে ২টি উইকেট নিলেও ব্যাটিংয়ে মাত্র ২ রান করে দৃষ্টিকটুভাবে বোল্ড হয়েছেন।
সারাবাংলা/এসএইচএস