১২১ রানেই আটকে গেল চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০২৪ ২০:৩৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ২০:৪২
দশম বিপিএলের প্রথম দিন শক্তিশালী সিলেট স্ট্রাইকার্সের ১৭৭ রানের বড় স্কোর পেরিয়ে জিতেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে একদিন পরই মুদ্রার ওপিঠ দেখল চট্টগ্রাম। খুলনা টাইগার্সের বিপক্ষে আজ বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ১২১ রানেই গুটিয়ে গেছে চট্টগ্রাম।
শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে চট্টগ্রাম। রাতে মিরপুরের পিচে নতুন বলে দারুণ বোলিং করেছেন খুলনার স্পিনার নাহিদুল ইসলাম। দলীয় ৯ রানের মাথায় দুই উইকেট হারানো চট্টগ্রাম ৩২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায়। প্রথম তিনটি উইকেটই নিয়েছেন নাহিদুল।
নাহিদুল পরে আরও এক উইকেট পেয়েছেন। পাকিস্তানের ফাহিম আশরাফ ও ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাসও দারুণ বোলিং করেছেন। যাতে ৬৪ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। বন্দর নগরির দলটা একশ পেরুতে পারবে কিনা সেটাই তখন শঙ্কার।
আটে নেমে পেসার শহিদুল ইসলাম দারুণ একটা ইনিংস খেললেন বলে শেষ পর্যন্ত ১২১ পর্যন্ত গেছে চট্টগ্রাম। ৩১ বলে ৪টি চার ১টি ছয়ে ৪০ রান করেছেন শহিদুল। ২২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন নাজিবুল্লাহ জাদরান।
ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১২১ রান তুলেছে চট্টগ্রাম। খুলনার হয়ে নাহিদুল ৪ ওভারে ১২ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। ফাহিম আশরাফ ৪ ওভারে ২০ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। ওশানে থমাস ৩৮ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।
সারাবাংলা/এসএইচএস