দশম বিপিএলের উদ্বোধনী ইনিংস থামল ১৪৩ রানে
১৯ জানুয়ারি ২০২৪ ১৬:২০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৭:০৮
দশম বিপিএলের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল দারুণ এক হ্যাটট্রিক। উদ্বোধনী ম্যাচে প্রথম ইনিংসের শেষ তিন বলে হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম। বিপিএলে এটা অষ্টম হ্যাটট্রিকের ঘটনা। হ্যাটট্রিকের দিনে উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৪৩ রানে আটকে দিয়েছে ঢাকা।
শুক্রবার (১৯ জানুয়ারী) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নতুন দল দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
বোলিংয়ে ঢাকার শুরুটা বেশ প্রত্যাশিতই হয়েছিল। কুমিল্লার ইনিংস ওপেন করতে নামা দলটির অধিনায়ক লিটন দাসকে শুরুতেই ফিরিয়ে দেন ঢাকার শ্রীলংকান স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা। ১৬ বলে ১৩ রান করে ফেরেন লিটন। তবে এরপর আর উইকেট পাচ্ছিল না ঢাকা।
দ্বিতীয় উইকেট জুটিতে জমে গিয়েছিলেন ইমরুল কায়েস ও তৌহিদ হৃদয়। অবশ্য এই দুজন অনেকক্ষণ ব্যাটিং করলেও স্ট্রাইকরেট ১২০ এর ঘর পার করতে পারেননি। দ্বিতীয় উইকেটে ৮৭ বল খেলে ১০৭ রান তুলেছেন দুজন।
এই জুটি ভাঙতেই রীতিমতো মড়ক লাগে কুমিল্লার ইনিংসে। ৪১ বলে ১টি চার ২টি ছয়ে ৪৭ রান করে ফেরেন হৃদয়। খানিক বাদে ইমরুল কায়েস ফিরেছেন ৫৬ বল খেলে ৪টি চার ২টি ছয়ে ৬৬ রান করে।
চারে নেমে খুশদিল শাহ ৫ বলে ১৩ রানের একটা ঝড়ো ইনিংস খেলেছেন বটে। তবে ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে শেষের আলো কেড়ে নিয়েছেন ঢাকার পেসার শরিফুল। সব মিলিয়ে ৪ ওভার বোলিং করে ২৭ রানে তিন উইকেট নিয়েছেন শরিফুল। ঢাকার অপর পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে ৩০ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।
সারাবাংলা/এসএইচএস