যেসব নিয়মের পরিবর্তন দেখা যাবে এবারের বিপিএলে
১৮ জানুয়ারি ২০২৪ ২০:২০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ২১:৪৭
রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এবারের বিপিএল শুরু হওয়ার আগে ক্রিকেটের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। বিপিএলে সেই পরিবর্তিত নিয়মের কার্যকর দেখা যাবে।
বিপিএলে এবার টাইমড আউট থাকছে না। ফিল্ডিং দলের অধিনায়ক বোলিং পরিবর্তন করতে ৬০ সেকেন্ডের বেশি সময় নিলে প্রথমবার সতর্ক করবেন আম্পায়ার। ম্যাচে একই ঘটনার পূনরাবৃত্তি ঘটলে ফিল্ডিং দলকে ৫ রান পেনাল্টি করা হবে।
স্ট্যাম্পিং রিভিউতে নো বল চেক করার নিয়ম তুলে দিয়েছে আইসিসি। বিপিএলেও সেই নিয়মের কার্যকর দেখা যাবে। বোলিং দল স্ট্যাম্পিং রিভিউ নিলে সরাসরি ব্যাটিং প্রান্তের ফুটেজ বিশ্লেষণ করবেন থার্ড আম্পায়ার।
এদিকে, কোনো দল চাইলে বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ না করতেও পারে। তবে সেক্ষেত্রে ম্যাচ রেফারির কাছে আবেদন করতে হবে। আবেদন মঞ্জুরের প্রেক্ষিতে দেশি ক্রিকেটার দিয়েও বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করা যাবে।
আগামীকাল (১৯ জানুয়ারী) মাঠে গড়াবে বিপিএলের দশম আসরের খেলা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টের ফাইনাল ১ মার্চ।
সারাবাংলা/এসএইচএস