ভোটে জিতে পরের দিনই অনুশীলনে সাকিব
৮ জানুয়ারি ২০২৪ ১৭:৪৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ১৯:০২
আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন সাকিব আল হাসান। গতকাল অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাকিব। তার পরের দিনই অর্থাৎ আজ মাঠের অনুশীলনে দেখা গেল বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে।
সোমবার (৮ জানুয়ারী) হঠাৎ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির সাকিব। বিকেলে গাড়ি করে মিরপুরে এসে সোজা ইনডোর স্টেডিয়ামে ঢুকে গেছেন সাকিব।
তার আগে সেখানে উপস্থিত হয়েছিলেন দেশের নামকরা কোচ নাজমুল আবেদীন ফাহিম, বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম, মোজাদ্দেদ আলফা, ট্রেনার তুষার কান্তি হালদার ও চিকিৎসক মনজুর হোসেন। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকেও দেখা যায় ইনডোরে।
আঙুলের চোটের কারণে সেই বিশ্বকাপ থেকে মাঠের বাইরে সাকিব। এদিকে ১৯ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল। বিপিএলে এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। অনেকদিন যেহেতু মাঠের বাইরে ফলে তার অনুশীলনে ফেরাটা জরুরীই। নির্বাচন শেষে অনুশীলনে ফিরতে দেরিও করলেন না বাংলাদেশ অধিনায়ক।
সারাবাংলা/এসএইচএস