Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি ব্যস্ততার মধ্যেই অনুশীলনে সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ২০:১৬ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৪ ০১:৩৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকদিন ধরেই চরম ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন সাকিব। নির্বাচনী প্রচারণায় ভোটারদের দুয়ারে দুয়ারে যেতে দেখা গেছে সাকিবকে। এর মধ্যে অনুশীলনেও ফিরলেন জাতীয় দলের অধিনায়ক।

আজ শুক্রবার (৫ জানুয়ারী) মাগুরার জেলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন সাকিব। অনুশীলনে জাতীয় দলের অপর দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপুও ছিলেন সাকিবের সঙ্গে।

বিজ্ঞাপন

আঙ্গুলে চোটে গত বিশ্বকাপ থেকে ক্রিকেটের বাইরে সাকিব। চোট এখন অনেকটা কাটিয়ে উঠেছেন। নির্বাচনী ব্যস্ততার মধ্যে আজ লম্বা সময় পর অনুশীলনে ফিরলেন।

মাগুরা জেলা স্টেডিয়ামে বিকেল ৪টার দিকে অনুশীলন শুরু করেন সাকিব। অনেকদিন পর মাঠে নেমে মূলত ফিটনেস ট্রেনিং করেছেন। দৌড়িয়েছেন খানিকটা সময়। প্যারাসুট রানিং করতেও দেখা গেছে সাকিবকে। অন্যদের সঙ্গে অনেকটা সময় ফুটবল খেলেছেন সাকিব। এরপর থ্রোয়িং প্র্যাক্টিস করেছেন বাংলাদেশ অধিনায়ক। টেপ টেনিস বলে ক্যাচিং প্র্যাক্টিসও করতে দেখা গেছে তাকে।

জাতীয় নির্বাচনের পরপরই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ১৯ জানুয়ারী থেকে মাঠে গড়ানোর কথা এবারের বিপিএল। সাকিবকে এবার মোটা অঙ্কে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। ফলে সাকিবের অনুশীলনে ফেরাটা জরুরীও বটে।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

তামিম এত রাগ করেন কেনো?
১৭ জানুয়ারি ২০২৫ ২০:১৭

আরো

সম্পর্কিত খবর