র্যাংকিংয়ে শরিফুলের বড় লাফ
৩ জানুয়ারি ২০২৪ ২০:০২ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৪ ২০:০৬
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলামের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়েছিলেন ৬ উইকেট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ৬ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে সিরিজ সেরাই হয়েছেন শরিফুল। চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেলেন র্যাংকিংয়েও।
টি-টোয়েন্টির বোলিং র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন শরিফুল। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ৩২ ধাপ উন্নতি হয়েছে শরিফুলের। ৫৫ নম্বরে উঠে এসেছেন ২২ বছর বয়সী শরিফুল।
উন্নতি হয়েছে অপর পেসার মোস্তাফিজুর রহমানেরও। তিন ম্যাচে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তবে ওভারপ্রতি রান খরচ করেছেন মাত্র ৪.৮৮। এতে পাঁচ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি পেসার। টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে মোস্তাফিজই সবার চেয়ে এগিয়ে।
সপ্তাহখানেক আগে প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান ছিলেন এগিয়ে। ইনজুরি ও জাতীয় সংসদ নির্বাচনের কারণে নিউজিল্যান্ড সিরিজ না খেলা সাকিব নেমে গেছেন ২৮ নম্বর অবস্থানে। এরপর আছেন যথাক্রমে- শেখ মাহেদী হাসান (২৯), তাসকিন আহমেদ (৩৩), নাসুম আহমেদ (৩৫) ও হাসান মাহমুদ (৪৩)।
ব্যাটিং র্যাংকিংয়ে খুব বেশি অদল-বদল হয়নি। দুই ধাপ এগিয়েছেন নিউজিল্যান্ড সফরে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত। ৩২ নম্বরে উঠে এসেছেন শান্ত। দুই ধাপ পিছিয়ে ২৩ নম্বরে নেমে গেছেন লিটন দাস। তবু বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটনই সবার এগিয়ে।
৬ ধাপ পিছিয়ে ৬৬ নম্বরে চলে এসেছেন আফিফ হোসেন ধ্রুব। সাকিব আল হাসানও ব্যাটিংয়ে ৬ ধাপ পিছিয়েছেন। ৭০তম অবস্থানে নেমে গেছেন সাকিব। অবশ্য অলরাউন্ডার র্যাংকিংয়ে আগের মতো সাকিবই আছেন শীর্ষে।
সারাবাংলা/এসএইচএস