বোনাস পেলেন এশিয়া কাপ জয়ী যুবারা
৩ জানুয়ারি ২০২৪ ১৯:০১ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৪ ১৯:০৬
কদিন আগে এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অসাধারণ এই অর্জনের জন্য এবার অর্থ পুরস্কারও পেলেন যুবারা। এশিয়া কাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রত্যেক ক্রিকেটারকে ১ লাখ টাকা করে বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাপোর্ট স্টাফরা পেয়েছেন ৫০ হাজার টাকা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার সানোয়ার হোসেন। বুধবার (৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এসে একে একে অর্থ পুরস্কার গ্রহণ করেছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।
গত বছরের ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবারই প্রথম এশিয়া কাপ জিতেছে বাংলাদেশি যুবারা। শিরোপা জয়ের পথে শ্রীলংকা ও ভারত যুব দলকে হারিয়েছে বাংলাদেশ।
এদিকে, কদিন পরই যুব বিশ্বকাপ। এশিয়া কাপ জয়ী দলটাকেই পাঠানো হচ্ছে বিশ্বকাপে। বিশ্বকাপেও যুবাদের কাছে এবার বড় প্রত্যাশা।
সারাবাংলা/এসএইচএস