Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্মাদনায় বিয়ের আংটি হারিয়েছিলেন ক্লপ

স্পোর্টস ডেস্ক
২ জানুয়ারি ২০২৪ ১৬:২২

নতুন বছরটা দুর্দান্ত এক জয় দিয়ে শুরু করল লিভারপুল। ঘরের মাঠে মোহাম্মদ সালাহর নৈপুণ্যে ৪-২ গোলের ব্যবধানে জয় পায় অল রেডরা। এতেই ইপিএলের শীর্ষস্থানও দৃঢ় হয়। আর এই রাতেই জয় উদযাপন করতে গিয়ে নিজের বিয়ের আংটি হারিয়ে ফেলেছিলেন লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপ। মাঠেই বিয়ের রিং হারিয়ে পাগলপ্রায় হয়ে গেছেন লিভারপুল কোচ। যদিও পরে ক্যামেরাপার্সনের খোঁজাখুজিতে আংটিটা ফিরে পান তিনি।

সোমবার রাতে দলের এমন জয় মাঠে গিয়েই উদযাপন করতে গেছেন ক্লপ। সেখানেই ঘটে দুর্ঘটনা। পরে ক্যামেরার মাধ্যমে মাঠে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। আংটিটা ফিরে পেলে সেটিতে চুম্বন করেন ক্লপ।

বিজ্ঞাপন

আংটি ফিরে পেয়ে ক্লপ বলেন, ‘এটি একটি বড় আঘাত ছিল। কিন্তু আমি সেটি ফিরে পেয়েছি।’ এর আগে আরও একবার ক্লপ আংটি হারিয়ে ফেলেছিলেন। তখন এটি সাগরে পড়ে গিয়েছিল। পরে পেশাদার ডুুবুরি দিয়ে তিনি সেটি উদ্ধার করেছিলেন।

ভাগ্য ভালো তখন মুহূর্ত ক্যামেরায় ধারণ করছিলেন একজন টিভি ক্যামেরাম্যান। অ্যানফিল্ডে মাঠের মাঝে সেটি কিছুক্ষণের জন্য হারিয়ে গেলেও পরে তা উদ্ধার হয়েছে এই ক্যামেরাম্যানের মাধ্যমে। তখন জয়ের আনন্দ উদযাপন ছাপিয়ে ক্লপকে কাবু করেছিল আংটি হারানোর বেদনা। পরে সেটি ফিয়ে পেয়ে দলের জয়ের চেয়েও বেশি আনন্দ প্রকাশ করেছেন ক্যামেরার সামনে আংটিতে চুমু খেয়ে। তখনকার অভিজ্ঞতা নিয়ে লিভারপুল কোচ বলেছেন, ‘আমি তখন পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিলাম। অবশ্য সেটি ফিরেও পেয়েছি।’

চলতি মৌসুমে ২০ ম্যাচ খেলে শীর্ষে থাকা লিভারপুুলের পয়েন্ট ৪৫। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ইয়্যুর্গেন ক্লপ বিয়ের আংটি লিভারপুল বনাম নিউক্যাসল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর