Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাজার প্রশংসায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক
২ জানুয়ারি ২০২৪ ১৬:০৯

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা ঘোষণা দেন ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াবেন তিনি। সে জন্য আইসিসি’র অনুমতি না নিয়েই হাতে কালো ব্যান্ড পরেছিলেন তিনি। এ কারণে আইসিসির তিরস্কারের শিকার হন খাজা। তবে এতেও থেমে যাননি তিনি। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আর খাজার এমন সাহসিকতার জন্য তার প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ।

বিজ্ঞাপন

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন কিরিবিলি হাউজে আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তান ও স্বাগতিক দলের ক্রিকেটারদের। সেখানে ফিলিস্তিন নিয়ে খাজার প্রতিবাদের সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ বলেন, ‘মানবিক মূল্যবোধের জন্য সে (খাজা) যে সাহস দেখিয়েছে, তার জন্য তাকে অভিনন্দন জানাতে চাই। সে সাহস দেখিয়েছে এবং দল তাকে সমর্থন করেছে। এই বিষয়টা কিন্তু দারুণ ছিল।’

বিজ্ঞাপন

বুধবার (৩ জানুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। এই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন আরেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বিদায় জানাবেন টেস্ট ক্রিকেটকে, এমন ঘোষণা দিয়েছিলেন গত বছরেই। আগামীকাল সিডনি টেস্টের মধ্য দিয়েই শেষ হচ্ছে সাদা পোশাকে ডেভিড ওয়ার্নারের বর্ণাঢ্য ক্যারিয়ার।

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা ফিলিস্তিনের পাশে

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর