ব্যাটারদের কাঠগড়ায় তুললেন বাংলাদেশ অধিনায়ক
৩১ ডিসেম্বর ২০২৩ ১২:৫৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৩:৫০
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটা আজ ১৭ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচটা মূলত সেখানেই হেরে গেছে সফরকারীরা। পরে বোলাররা অবশ্য দুর্দান্ত বোলিং করেছেন। তবে অল্প পূঁজির কারণে সেটা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হয়নি। ম্যাচ শেষে ব্যাটারদের কাঠগড়ায় তুললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটা বৃষ্টির পেটে গেছে। আজ তৃতীয় ম্যাচ হারতে হলো ব্যাটিং ব্যর্থতায়। তবে পুঁজি মাত্র ১১০ রানের হলেও বাংলাদেশি বোলাররা আজ চমৎকার লড়াই করেছেন। মাত্র ৪৯ রানেই নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েছিলেন শরিফুল ইসলাম, শেখ মাহেদিরা।
ব্যাটিংটা আর একটু ভালো হলে ম্যাচের গল্পটা অন্য রকম হতে পারত, ম্যাচ শেষে সেই আক্ষেপ ঝড়ল শান্তর কণ্ঠে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজ আমাদের বোলাররা খুব ভালো করেছে। তবে ব্যাটসম্যানরা যথেষ্ট রান করেনি। টি-টোয়েন্টিতে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটাররা আজ শুরু করেছে, কিন্তু ১৫ থেকে ১৭ রানের বেশি করতে পারেনি। কিন্তু কেউই ম্যাচটাকে গভীরে নেয়নি। এই ভুলটা আজ আমরা করেছি।’
সিরিজের প্রথম ম্যাচে আগে বোলিং করে জিতেছিল বাংলাদেশ। আজও আগে বোলিং করা দল (নিউজিল্যান্ড) জিতল। আগে বোলিং করার বাড়তি সুবিধার কথা জানালেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারও। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা আজ চাচ্ছিলাম আগে বোলিং করতে। কারণ বৃষ্টির সম্ভাবনা ছিল। বোলাররা দারুণ বল করেছে। তারা কাজটা সহজ করে দিয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজটি জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে।’
সারাবাংলা/এসএইচএস