Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচ পোলার্ড

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩ ১১:০২

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত বছর। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে অবশ্য ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো দেখা যায় নিয়মিতই। এবার পোলার্ডকে দেখা যাবে নতুন রূপে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সহকারী কোচ হিসেবে পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ১০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পোলার্ড। দলকে ২০১২ সালে এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। ২০২১ সালে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পোলার্ড এখন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলছেন। সম্প্রতি আবু ধাবির টি-১০ লিগ ও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলেছেন তিনি।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে পোলার্ডের বহু বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এবার তাকে কোচিং প্যানেলে যুক্ত করছে ইংল্যান্ড। আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পোলার্ডকে সহকারী কোচ হিসেবে দলে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের ভেন্যু পোলার্ডের চেনা হওয়াতে এই ব্যাপারটায় বাড়তি সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত ইংল্যান্ডের।

ওয়ানডে বিশ্বকাপটা একদম বাজে কেটেছে ইংল্যান্ডের। ৯ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই ভালো কিছুই করে দেখাতে চাইবে ইংল্যান্ড। আগামী ৪ জুন থেকে শুরু হওয়া এই বিশ্বকাপ চলবে ৩০ জুন পর্যন্ত।

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ কোচ টি-টোয়েন্টি বিশ্বকাপ পোলার্ড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর