Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা যেভাবে খেলেছি তাতে গর্বিত’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৩ ১১:৫৭

আজকের আগে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ১৮টি ওয়ানডে, ৯টি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। রঙিন পোশাকের ক্রিকেটে এই সব ম্যাচই হেরেছে বাংলাদেশ। বন্ধত্বটা ঘুচল আজ। ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ছেলেরা আজ যেভাবে খেলেছেন তাতে গর্বিত তিনি।

গর্বিত হওয়ারই কথা। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে রঙিন পোশাকের প্রথম জয়টা যে এলো রাজসিকভাবেই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে আজ আগে বোলিং করতে নেমে রীতিমতো বিস্মিত করেছেন বাংলাদেশি পেসাররা। মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়েছে কিউইদের। পরে চমৎকার ব্যাটিংয়ে জয় এলো ৯ উইকেটের। বাংলাদেশ ম্যাচ জিতেছে ২০৯ বল হাতে রেখে!

বিজ্ঞাপন

ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ছেলেরা ম্যাচটা যেভাবে খেলেছে, তাতে সত্যিই গর্ব লাগছে। এই সিরিজ শুরুর আগে ভেবেছিলাম সিরিজটা জিততে পারব। কিন্তু প্রথম দুই ম্যাচ জিততে পারিনি, শেষ পর্যন্ত আজ জিতলাম। বোলাররা অনেক শিখেছে। তারা ভালো জায়গায় বল করেছে। উইকেটের জন্য বোলিং করেনি। আজ বোলাররা যেভাবে বল করেছে তাতে আমি সন্তুষ্ট।’

সিরিজ জয়ের স্বপ্ন পূরণ না হলেও নিউজিল্যান্ডে রঙিন পোশাকের প্রথম জয় মিলেছে। এই জয় নিশ্চয় চাঙা করবে বাংলাদেশকে। কদিন পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শান্ত জানালেন, টি-টোয়েন্টি সিরিজের আগে একটু ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে ক্রিকেটারদের, ‘আমরা কিছু জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি। তবে এটা মাথায় রাখতে হবে, কিছুদিনের মধ্যেই টি-টোয়েন্টি খেলতে হবে।’

আজকের এমন দাপুটে জয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে আত্মবিশ্বাস দিবে মনে করছেন শান্ত, ‘এই (আজ) ম্যাচ থেকে আমরা অনেক প্রেরণা পেয়েছি। কিন্তু টি-টোয়েন্টি আলাদা সংস্করণ। আমরা সে অনুযায়ীই পরিকল্পনা করব।’প্রতিটি ম্যাচ থেকেই তো কিছু না কিছু শেখার জায়গা থাকে। খেলোয়াড়েরা অবশ্যই এসব চ্যালেঞ্জ থেকে শিখবে।’

বিজ্ঞাপন

২৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ২৯ ও ৩১ ডিসেম্বর।

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর