Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৮

২০০৭ সাল থেকে নিজিল্যান্ডে রঙিন পোশাকের ক্রিকেট খেলছে বাংলাদেশ। সময়ের হিসেবে প্রায় ১৬ বছর। কিন্তু নিউজিল্যান্ডে রঙিন পোশাকে জয়হীন বাংলাদেশ! নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে, ৯টি টি-টোয়েন্টি খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এবার সেই বান্ধত্ব ঘুচানোর বার্তাই দেওয়া হয়েছিল।

মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ, তামিম ইকবালের বাংলাদেশ আগে নিউজিল্যান্ডের জিততে পারেনি। এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডে খেলতে গেছে বাংলাদেশ। তরুণ অধিনায়ক জয়ের স্বপ্ন দেখিয়েছেন।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত সেই স্বপ্ন অবশ্য অধরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হেরেছে বাংলাদেশ। আজ রাতে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। হেরে গেলে হতে হবে হোয়াইটওয়াশ। ধবলধোলায়ের সামনে নাজমুল হোসেন শান্ত অবশ্য বেশ আত্মবিশ্বাসীই। বলেছেন, হার নিয়ে শুধু চিন্তা না করে সিরিজের ইতিবাচক দিকগুলো নিয়েও ভাবা দরকার।

তৃতীয় ওয়ানডের আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘পরের ম্যাচটা আমরা জেতার জন্য খেলব। শুরুতে একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম যেটা হয়নি।’

শান্ত বলেন, ‘আগের দলগুলোর চেয়ে এই দল একটু নতুন। সে হিসেবে ভালো কিছু জিনিস ছিল, যেমন শরিফুল-রিশাদের বোলিং। ২০০৭ থেকে এখন পর্যন্ত চিন্তা করলে অবশ্যই লম্বা সময়। আমরা দল হিসেবে আরও ভালো কীভাবে খেলতে পারি, এটা জরুরি। ব্যক্তিগত কিছু ভালো পারফরম্যান্স হচ্ছে। বড় পার্টনারশিপ দরকার, এটাই কাল করার চেষ্টা করব। আর যেটা বললেন হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন, এটা যেন না হয়।’

বিজ্ঞাপন

তরুণ পেসার শরিফুল ইসলাম ও তরুণ স্পিনার রিশাদ হোসেন দারুণ বোলিং করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। হতাশার মধ্যে এই অর্জনগুলোকেও মনে করিয়ে দিতে চাইলেন নাজমুল হোসেন। বলেছেন, ‘প্রথম ম্যাচে বৃষ্টির কারণে কিছুটা দুর্ভাগা ছিলাম। দ্বিতীয় ম্যাচে সৌম্য দারুণ একটা ইনিংস খেলেছে। রিশাদ ভালো বোলিং করেছে। এখানেও অনেক ইতিবাচক দিক ছিল। শুধু নেতিবাচক দিক চিন্তা না করে এ বছর কোন কোন জায়গায় ভালো করলাম, এটা দেখা দরকার। আমার মনে হয় রিশাদের বোলিং স্পেল খুব দারুণ ছিল। সৌম্যর কামব্যাক অসাধারণ ছিল। শরীফুলের নতুন বলের বোলিং ভালো ছিল। আমার মনে হয় বেশ কিছু জায়গায় উন্নতি হয়েছে। আরও বেশি দল হয়ে খেললে ভালো করা সম্ভব।’

তৃতীয় ওয়ানডে ম্যাচটা অনুষ্ঠিত হবে নেপিয়ারে। নেপিয়ারের উইকেটেও বড় রানের ম্যাচ হয়। সে হিসেবে বড় দায়িত্বটা ব্যাটারদের। শান্ত বললেন এমন উইকেটে বড় জুটি এবং বড় ইনিংস খেলাটা বেশি জরুরী, ‘এটা একজন ব্যাটারের দায়িত্ব। কোনো ব্যাটারই সেট হওয়ার পর আউট হতে চায় না। এই কন্ডিশনে ৩০-৩৫ রানের ইনিংস লম্বা করা খুব জরুরি। গত ম্যাচে একটা ইতিবাচক দিক ছিল, সৌম্য পুরো ইনিংস টেনে নিয়েছে। আরও একজন এভাবে ক্যারি করে গেলে আরও ভালো অবস্থানে থাকতাম। তবে কোনো ব্যাটসম্যানই আউট হতে চায় না। সবাই ইনিংস বড় করা নিয়ে চিন্তিত।’

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর