বিফলে গেল সৌম্যর সেঞ্চুরি, বাংলাদেশের সিরিজ হার
২০ ডিসেম্বর ২০২৩ ১১:৩৬ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৩:৫২
সৌম্য সরকারের দেড়শোর্ধ্ব রানের ইনিংসের সুবাদে ২৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল বাংলাদেশ। তবে স্বাগতিক নিউজিল্যান্ডের দাপুটে ব্যাটিংয়ের বিপক্ষে ধোপে টিকেনি এই স্কোর। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়ং আজও দুর্দান্ত ব্যাটিং করেছেন। দারুণ একটা ইনিংস খেলেছেন হেনরি নিকোলাসও। দুই মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড।
২৯১ রানের জবাব দিতে নেমে ৪৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৯৬ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে নিল কিউইরা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটাও জিতেছিল নিউজিল্যান্ড।
বুধবার (২০ ডিসেম্বর) নেলসনে বাংলাদেশের ২৯১ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। ১১ ওভারের ওপেনিং জুটিতে দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র তোলেন ৭৬ রান।
হাসান মাহমুদের বলে অভিষিক্ত স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত এক ক্যাচে ৩৩ বলে ৪৫ রান করে ফেরেন রবীন্দ্র। তবে সেই ধাক্কা বুঝতেই দেননি ইয়ং-নিকোলাস। দ্বিতীয় উইকেট জুটিতে ১২৮ রান তোলেন দুজন। ম্যাচটা সেখানেই নিউজিল্যান্ডের দিকে হেলে গেছে।
দুজনেই সেঞ্চুরির সম্ভবনা জাগিয়েছিলেন। সেঞ্চুরি অবশ্য পাননি একজনও। ৯৫ রানের মাথায় হেনরি নিকোলাসকে ফিরিয়ে দিয়েছেন শরিফুল ইসলাম। ৯৯ বল খেলে ৮টি চার ১টি ছয়ে এই রান করেন হেনরি নিকোলাস। সেঞ্চুরির দিকে এগুতে থাকা উইল ইয়ং ফিরেছেন ৮৯ রানের মাথায়। ৯৪ বল খেলে ৮টি চার ২টি ছয়ে এই রান করেন ইয়ং।
সেঞ্চুরি সম্ভবা দুজন পরপর ফিরলেও জিততে অসুবিধা হয়নি নিউজিল্যান্ডের। টম ব্যান্ডেলকে নিয়ে বাকি কাজটা সেরেছেন অধিনায়ক টম ল্যাথাম। ৩২ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন ল্যাথাম। ২০ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন ব্যান্ডেল।
বাংলাদেশের হয়ে ৫৭ রানে দুটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। অপর উইকেটটি শরিফুল ইসলামের।
এর আগে বাংলাদেশের পক্ষে সৌম্য ছাড়া কেবল মুশফিকুর রহিমই বলার মতো রান করতে পেরেছেন। ৫৭ বলে ৫টি চারের সাহায্যে ৪৫ রান করেছেন মুশফিক, দলের পক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ। সৌম্য ওপেনিংয়ে নেমে ১৫১ বল খেলে ২২টি চার ২টি ছক্কায় ১৬৯ রান করেন। নির্ধারিত ৫০ ওভারের এক বল আগে ২৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস