সৌম্যর সেঞ্চুরির পর স্বাচ্ছন্দ্যেই এগুচ্ছে নিউজিল্যান্ড
২০ ডিসেম্বর ২০২৩ ১০:০৮
পাঁচ বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫১ বলে খেলেছেন ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে যা তৃতীয় সর্বোচ্চ স্কোর। সৌম্যর সেঞ্চুরিতে ২৯১ রাানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ। তবে জবাব দিতে নেমে বেশ স্বাচ্ছন্দ্যেই এগুচ্ছে নিউজিল্যান্ড।
২৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই ১৫৫ রান তুলে ফেলেছেন স্বাগতিকরা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়ং আজও দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন। এখন পর্যন্ত ৭৪ রানে অপরাজিত তিনি। তার সঙ্গে ৩৪ রানে অপরাজিত হেনরি নিকোলাস।
বুধবার (২০ ডিসেম্বর) নেলসনে বাংলাদেশের ২৯১ রানের জবাব দিতে নেমে শুরুটাই দারুণ হয়েছে নিউজিল্যান্ডের। দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র প্রথম উইকেটে ১১ ওভারের জুটিতে তোলেন ৭৬ রান।
হাসান মাহমুদের বলে অভিষিক্ত স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত এক ক্যাচে ৩৩ বলে ৪৫ রান করে ফেরেন রবীন্দ্র। তবে সেই ধাক্কা বুঝতেই দেননি ইয়ং-নিকোলাস। দ্বিতীয় উইকেটে দারুণভাবে এগিয়ে চলেছেন দুজন।
এর আগে বাংলাদেশের পক্ষে সৌম্য ছাড়া কেবল মুশফিকুর রহিমই বলার মতো রান করতে পেরেছেন। ৫৭ বলে ৫টি চারের সাহায্যে ৪৫ রান করেছেন মুশফিক, দলের পক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ। নির্ধারিত ৫০ ওভারের এক বল আগে ২৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস