তৃতীয় দফায় বৃষ্টির হানা
১৭ ডিসেম্বর ২০২৩ ০৭:৪৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৭:৪৬
ডানেডিনে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে তৃতীয় প্রতিপক্ষ বৃষ্টি। খেলা এখনো ২০ ওভার না হলেও তিন দফায় বৃষ্টি বাগড়া দিয়েছে ম্যাচে। টসের পর বৃষ্টি বাগড়ায় খেলা শুরু হতেই দেরি এক ঘণ্টার বেশি। এরপর ১৪তম ওভারের খেলা চলাকালীন বৃষ্টি বাগড়া। ছয় ওভার পরে ২০তম ওভারে এসে তৃতীয় দফায় বৃষ্টি। এর মধ্যেই দুই দফায় ওভার কেটে ৪০ ওভারে নামিয়েও আনা হয়েছে।
ডানেডিনে ফিরে এসেছে বৃষ্টি। ১৩.৫ ওভার হওয়ার পর আম্পায়াররা বন্ধ করে দিয়েছেন খেলা। প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট পর শুরু হওয়া ম্যাচ নেমে এসেছিল ৪৬ ওভারে। এখন সেটি কমবে প্রথমে ৪৬, এরপর ৪০ ওভারে নেমে এসেছে প্রথম ওয়ানডে। দ্বিতীয় দফায় খেলা শুরু হয় বাংলাদেশ সময় ৭টা ১০ মিনিটে।
এরপর খেলা শুরু হওয়ার পর মাত্র ছয় ওভার মাঠে গড়ায়। তারপর আবারও হানা দেয় বৃষ্টি। তৃতীয় দফায় বৃষ্টি হানা দেওয়ার আগেই দলীয় শতক তুলে নেয় কিউইরা। আর ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন অধিনায়ক টম লাথাম।
হাসান মাহমুদের প্রথম বলে ২ রান নেন টম লাথাম। এতে জুটির রান স্পর্শ করে একশ, ১১০ বলে। তার পঞ্চাশ এসেছিল ৬৭ বলে। একই সঙ্গে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ল্যাথাম। এই তালিকায় তিনি নিউ জিল্যান্ডের একাদশ ব্যাটার। পরের বলে ২ রান নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন ল্যাথাম। ১৮ রানে সৌম্যর হাতে জীবন পাওয়া নিউ জিল্যান্ড অধিনায়ক ৫৮ বলের ইনিংসে মেরেছেন ৬টি চার।
বৃষ্টি বাগড়ার আগে পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৯.২ ওভারে ২ উইকেটে ১০৮। ইয়ং ৪১ আর লাথাম ৫১ রানে অপরাজিত আছেন।
এর আগে ডানেডিনে নির্ধারিত সময়ে টস হলেও ম্যাচ গড়ায়নি যথা সময়ে। বৃষ্টি বাগড়ায় এক ঘন্টারও বেশি সময় পরে খেলা শুরু হয়। আর ম্যাচ মাঠে গড়াতেই বাংলাদেশের দাপট। ইনিংসের প্রথম ওভারেই কিউইদের টপ অর্ডার ধসিয়ে দেন শরিফুল ইসলাম। প্রথম ওভারেই রাচিন রবীন্দ্র আর হেনরি নিকোলসকে রানের খাতা খোলার আগেই ফেরান টাইগার পেসার। এরপর কিউইদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাগড়া দিয়েছে বৃষ্টি।
সারাবাংলা/এসএস