Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরিফুলের জোড়া আঘাতের পর কিউইদের ঘুরে দাঁড়ানোর লড়াই

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ০৬:৪০

ডানেডিনে নির্ধারিত সময়ে টস হলেও ম্যাচ গড়ায়নি যথা সময়ে। বৃষ্টি বাগড়ায় এক ঘন্টারও বেশি সময় পরে খেলা শুরু হয়। আর ম্যাচ মাঠে গড়াতেই বাংলাদেশের দাপট। ইনিংসের প্রথম ওভারেই কিউইদের টপ অর্ডার ধসিয়ে দেন শরিফুল ইসলাম। প্রথম ওভারেই রাচিন রবীন্দ্র আর হেনরি নিকোলসকে রানের খাতা খোলার আগেই ফেরান টাইগার পেসার। এরপর কিউইদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাগড়া দিয়েছে বৃষ্টি।

প্রথম ওভারেই নিউ জিল‍্যান্ডের শুরুর জুটি ভাঙল বাংলাদেশ। শরিফুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে শূন‍্য রানেই ফিরলেন রাচিন রবীন্দ্র। বাঁহাতি পেসারের প্রথম বলে চার মেরে শুরু করেন উইল ইয়াং। পরের বল থার্ড ম‍্যানে খেলে নেন সিঙ্গেল। মুখোমুখি হওয়া প্রথম বল ছেড়ে দেন রাচিন। পরের বল খেলার চেষ্টায় হন কটবিহাইন্ড। অফ স্টাম্পের একটু বাইরের বল ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে।

বিজ্ঞাপন

এক বল পর আবার আঘাত হানলেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার ফিরিয়ে দিলেন হেনরি নিকোলসকে। অফ স্টাম্পের বাইরের বল আরও বেরিয়ে যাচ্ছিল। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন নিকোলস। ঠিক মতো পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে কোনো ভুল করেননি এনামুল হক। ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি নিকোলস।

প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ডের হাল ধরেন উইল ইয়ং এবং টম লাথাম। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে দুই জনে গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৬৭ বলে। জুটি পঞ্চাশ স্পর্শ করার পর কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব‍্যর্থ হয়েছে। হাসান মাহমুদের দারুণ ডেলিভারি একটুর জন‍্য ইয়াংয়ের ব‍্যাটের কানা নেয়নি।

বিজ্ঞাপন

এর আগে অবশ্য সৌম‍্য সরকারের ব‍্যর্থতায় বেঁচে যান টম লাথাম। মুস্তাফিজুর রহমানের বলে খোঁচা মেরে স্লিপে ক‍্যাচ দিয়েছিলেন বাঁহাতি এই ব‍্যাটার। শর্ট অব লেংথ ডেলিভারি একটু বাড়তি বাউন্স করায় ঠিক মতো খেলতে পারেননি ল‍্যাথাম। ব‍্যাটের কানায় লেগে দ্রুত গতিতে যায় স্লিপে। সেখানে দুই হাতে চেষ্টা করলেও মুঠোয় নিতে পারেননি সৌম‍্য। সে সময় ১৮ রানে ছিলেন নিউ জিল‍্যান্ড অধিনায়ক।

ইনিংসের ১৪তম ওভারের ৫ম বলের পর আবারও বৃষ্টি হানা দেয় ম্যাচে। এর আগে পর্যন্ত ১৩.৫ ওভারে ২ উইকেটে ৬৩ রান তুলেছে নিউজিল্যান্ড। ইয়ং ২৩ আর লাথাম ২৭ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

টপ নিউজ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ প্রথম ওয়ানডে শরিফুল ইসলাম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর