বৃষ্টি বাগড়ায় ম্যাচ শুরুতে দেরি
স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ০৪:১৭ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৬:৪০
১৭ ডিসেম্বর ২০২৩ ০৪:১৭ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৬:৪০
ডানেডিনে রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে গড়ানোর কথা ছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডে। নির্ধারিত সময়ে টস হয়। আর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও টসে জিতে ফিল্ডিং নেন। তবে টসের পরপরই বৃষ্টি বাগড়া। তাতেই যথা সময়ে শুরু হয়নি ম্যাচ।
বৃষ্টির তীব্রতা খুব বেশি না হলেও ম্যাচ মাঠে গড়ায়নি। এক পর্যায়ে কাভারে ঢেকে দেওয়া হয় উইকেটও। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাভার সরানো হয়নি। তবে বাংলাদেশ সময় ভোর ৪টা ১০ মিনিটের দিকে কাভার সরানোর শুরু করা হয়। তবে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ তখনই মাঠে গড়ায়নি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এদিন বাংলাদেশ দলে ফিরেছেন সৌম্য সরকার। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয় এবং ব্যাটার আফিফ হোসেন ধ্রুবও।
সারাবাংলা/এসএস