Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও পয়েন্ট খোয়াল বার্সা

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ০৪:০৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৪:২৬

লা লিগায় সময়টা ভালো কাটছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার। ঘরের মাঠে জিরুনার কাছে বিধ্বস্ত হওয়ার পর ভ্যালেন্সিয়ার মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়াল বার্সা। আর তাতেই লিগ লিডার জিরুনার চেয়ে ৬ আর দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকল কাতালান ক্লাবটি।

ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ করতে থাকে বার্সা। গোলের দারুণ সব সুযোগও তৈরি করছিল তারা। প্রথমার্ধে যদিও মেলেনি গোলের দেখা। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই গোল করে এগিয়েও গেল বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। তবে লিড ধরে রাখতে পারেনি পেদ্রি-ডি ইয়ংরা।

বিজ্ঞাপন

ম্যাচের ৫৫তম মিনিটে জাও ফেলিক্সের গোলে লিড নেওয়া বার্সার বিপক্ষে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান গিয়ামন। ম্যাচের ৭০ মিনিটের মাথায় গোল করেন গিয়ামন। এতেই সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল বার্সেলোনা। লিগে গত রাউন্ডে জিরোনার কাছে ৪-২ গোলে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে রয়্যাল এন্টওয়ার্পের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারে কাতালান দলটি।

গোটা ম্যাচজুড়েই আধিপত্য ছিল বার্সেলোনার। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলে মোট ১৬টি শট নেয় বার্সা। যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ভ্যালেন্সিয়ার নেওয়া ১১টি শটের ৪টি ছিল লক্ষ্যে।

ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ভালেন্সিয়া। বক্সের ভেতর থেকে রোমান ইয়ারেমচুকের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক ইনাকি পেনা। নবম মিনিটে ফের বিপজ্জনকভাবে বক্সে ঢুকে পড়েন ইয়ারেমচুক, দ্রুত এগিয়ে এসে দলকে বিপদমুক্ত করেন পেনা।

এরপর ২৮তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পান লেভান্ডোফস্কি। পেদ্রির ক্রসে বক্সে পোলিশ তারকার অ্যাক্রোবেটিক ভলি ঝাঁপিয়ে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক। ৩৪তম মিনিটে পেদ্রির শট উড়ে যায় ক্রসবারের সামান্য ওপর দিয়ে। আরও বেশ কিছু সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার ধরে রাখে কাতালান ক্লাবটি। গোল পেতে তাই অপেক্ষাও করতে হয়নি খুব বেশি সময়। ম্যাচের ৫৫তম মিনিটে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্টে পাস দেন রাফিনিয়া আর বাকিটা সারেন ফেলিক্স। বার্সেলোনা এগিয়ে যায় ১-০ গোলে।

তবে বার্সেলোনাকে শ্বাস ফেলার সময় দেয়নি ভ্যালেন্সিয়া। ৭০তম মিনিটে দারুণ এক গোলে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান গিয়ামন। এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও আর জয়সূচক গোল পায়নি বার্সা। এতেই ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

এতেই ১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে, ৪১ পয়েন্ট নিয়ে জিরুনা শীর্ষে আছে। বার্সেলোনার সমান ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দশে আছে ভালেন্সিয়া।

সারাবাংলা/এসএস

টপ নিউজ বার্সেলোনা বনাম ভ্যালেন্সিয়া লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর