Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই গোলে এগিয়ে গিয়েও ড্র সিটির, জয়ে ফিরল চেলসি

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ০০:১৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৪:০৬

প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে পয়েন্ট হারানোর পরে গেল সপ্তাহেই জয়ের ধারায় ফিরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে এক ম্যাচ পরে এসেই আবার থামল সিটির জয়রথ। এবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ক্রিস্টাল প্যালেসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে সিটিজেনরা।

অন্যদিকে টানা দুই ম্যাচ হারের পর ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরল চেলসি। দিনের অপর ম্যাচে নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে টটেনহাম হটস্পার, আর ফুলহামকে ৩-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।

বিজ্ঞাপন

ক্রিস্টাল প্যালেসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে লিগ টেবিলে দুইয়ে ওঠার সুযোগ হারাল সিটি। ১৭ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা আছে চতুর্থ স্থানে। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে আর্সেনাল ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং অ্যাস্টন ভিলা ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে।

টানা দুই হারের পর জয়ের দেখা পেয়েছে চেলসি। শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তারা। ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠেছে স্টামফোর্ড ব্রিজের দলটি। ১৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে ক্রিস্টাল প্যালেস। এদিকে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম, ২৯ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে নিউক্যাসল ইউনাইটেড।

দুই অর্ধের দুই গোলে সহজ জয়ের পথে ছুটছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু, শেষভাগে পাল্টে গেল দৃশ্যপট। বেশিরভাগ সময় দ্বিতীয় সেরা দল হয়ে থাকা ক্রিস্টাল প্যালেস আচমকা ব্যবধান কমালে লড়াই নতুন মোড় নেয়। আর যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি গোলে মূল্যবান একটি পয়েন্ট তুলে নেয় সফরকারীরা।

বিজ্ঞাপন

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে ২-২ গোলে ড্র করেছে প্যালেস। জ্যাক গ্রিলিশের গোলে পেপ গার্দিওলার দল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রিকো লুইস। এরপর জ্যঁ-ফিলিপ মাতেতা ব্যবধান কমানোর পর সমতা টানেন মাইকেল ওলিস।

স্টামফোর্ড ব্রিজে জয়খরা কাটাল চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড এবং এভারটনের কাছে টানা দুই ম্যাচে হারের পর শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরল অল ব্লুজরা। ঘরের মাঠে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি চেলসি। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই ৫৪তম মিনিটে কোল পামারের গোলে লিড নেয় ব্লুজরা। এর মাত্র ৭ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস জ্যাকসন। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ২-০ গোলের জয় তুলে নেয় চেলসি।

অন্যদিকে উড়ন্ত ফর্মে থাকা নিউক্যাসল ইউনাইটেড সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হেরেছে। যার মধ্যে এসি মিলানের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে বাদ পড়েছে চ্যাম্পিয়নস লিগ থেকেও। তবে এদিন প্রিমিয়ার লিগে টানা দুই হারের পর জয়ে ফিরল তারা। ফুলহামকে ঘরের মাঠে এদিন ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে নিউক্যাসল।

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি বনাম শেফিল্ড ইউনাইটেড টপ নিউজ ম্যানচেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর