Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব নেই, তাই সৌম্যর ওপরেই শান্তর ভরসা

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩ ১৫:০০

দীর্ঘদিন ধরেই জাতীয় দলে যাওয়া আসার মধ্যে আছেন সৌম্য সরকার। ওয়ানডে বিশ্বকাপের আগে একটি ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন। তবে বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফরেই দলে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার। কিউইদের মাটিতে ব্যাট ও বল হাতে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি। আর তাই তো তার ওপরেই ভরসা রাখতে চাইছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ড সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলেছেন সৌম্য সরকার। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৫৬ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। আর সেই সঙ্গে বল হাতেও করেছেন ৪ ওভার। দারুণ এই পারফরম্যান্সের পরেই কিউইদের বিপক্ষে ডানেডিনে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে একাদশে জায়গা করে নেওয়ার আলোচনায় সৌম্য।

বিজ্ঞাপন

শনিবার (১৬ ডিসেম্বর) অনুশীলনের আগে অধিনায়ক শান্ত জানান,’আলাদা কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না। সবাই গুরুত্বপূর্ণ। তবে সৌম্যর দায়িত্বটা গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সঙ্গে উনার বোলিংটাও খুব জরুরি। যেহেতু সাকিব ভাই নেই, তাই সৌম্যর ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্ট এই কথা চিন্তা করেই তাকে দলে অন্তর্ভুক্ত করেছে। এর সাথে অভিজ্ঞতাটা তো আছেই।’

কিউইদের মাঠে এর আগে তিন সংস্করণেই খেলার অভিজ্ঞতা রয়েছে সৌম্য সরকারের। সব মিলিয়ে মোট ২০টি ম্যাচ খেলেছেন সেখানে সৌম্য। তিনটি ফিফটির সঙ্গে নামের পাশে আছে একটি সেঞ্চুরিও। ৬৩৩ রানের বিপরীতে বল হাতে আছে ৪টি উইকেটও।

নিউজিল্যান্ডের মাঠে খেলা বলেই অন্তত তিন পেসার একাদশে রাখতে হবে বাংলাদেশকে। সেইসঙ্গে পেস অলরাউন্ডার হিসেবে ভূমিকা নিতে পারেন সৌম্য। উইকেট দেখে পেসারদের রসদই বেশি দেখছেন বাংলাদেশের অধিনায়ক, ‘এখানে সাধারণত পেস বোলারা বেশি সাহায্য পেয়ে থাকে। তবে এই বিষয়ে খুব বেশি তথ্য দিতে চাই না। দেওয়াটা উচিতও না। কারণ এটা খুবই গোপনীয় বিষয়। দলের কম্বিনেশনের ক্ষেত্রেও একই। কালকে যখন আমরা খেলাটা শুরু করব তখনই দেখতে পারবেন।’

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের আবহাওয়া বাংলাদেশের চেয়ে বেশ ভিন্ন। সেখানের প্রবল শীত আর ঠান্ডা বাতাসের সঙ্গে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয় টাইগারদের। তবে এসব প্রতিকূলতাকে অজুহাত হিসেবে দেখাতে চান না টাইগার দলপতি। শান্ত বলেন, ‘কন্ডিশন তো একটু ঠাণ্ডা। তবে আমার মনে হয়, এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। কারণ এর আগেও এখানে আমরা এসেছি। তো এই সম্পর্কে আমাদের ধারণা আছে। আশা করছি কালকে খুব বেশি সমস্যা হবে না।’

রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচটি।

সারাবাংলা/এসএস

টপ নিউজ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর