Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেফারিকে ঘুষি মারায় স্থগিত তুর্কিয়ে ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩ ১২:০৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৪:৩২

ফুটবল মাঠের নানা সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড়, কোচদের সাথে রেফারির হরহামেশা তর্ক বিতর্ক লেগেই থাকে। তবে তুর্কিয়ের ফুটবল লিগে যা ঘটল, সেটা ছাড়িয়ে গেছে আগের সবকিছুকেই। শেষ মুহূর্তে গোল হজম করায় রেফারি হালিল উমুর মেলেতকে ঘুষি মেরেছেন এমকেই আনকারাগুচুর প্রেসিডেন্ট ফারুক কোচা। এই ঘটনায় পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে তুর্কিয়ে লিগের সব ধরনের ফুটবল ম্যাচ।

ঘটনার সূত্রপাত সুপার লিগের আনকারাগুচুর-রিজেসপর ম্যাচের অন্তিম মুহূর্তে। ৯৬ মিনিট পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল আনকারাগুচুর। শেষ বাশি বাজার কিছুক্ষণ আগেই সমতা ফেরায় রিজেসপর। এত সময় পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ায় রেফারির ওপর বেজায় চটেন আনকারাগুচুর কোচিং স্টাফ, ফুটবলারসহ অন্যরাও। রেফারির সাথে তর্কে যোগ দেন ক্লাবটির প্রেসিডেন্ট ফারুকও। ঠিক সেই সময়ই রেফারি মেলেতের মুখে সজোরে ঘুষি মেরে বসেন ফারুক। শুধু এতেও ক্ষান্ত হননি তিনি, মেলেতকে বেশ কিছু লাথিও মেরেছেন ফারুক। ঘটনার পরপরই গ্রেফতার করা হয়েছে আনকারাগুচুর বেশ কয়েকজন কর্মকর্তাকে, হাসপাতালে নেওয়া হয়েছে ফারুককেও। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকেও আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

 

Turkish soccer referee punched by club president in Super Lig match, as Greece bans fans from top-flight games - ABC News

 

এমন ঘটনায় হতবাক তুর্কিয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা এসেছে লিগ স্থগিতের। তুর্কিয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেত বুয়োকেকসি জানিয়েছেন, এটি ঘটনা দেশের ফুটবলের জন্য একটি কালো অধ্যায়, ‘সব লিগের ম্যাচ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলও। রেফারির উপর এমন আক্রমণ তুর্কিয়ে ফুটবলের জন্য কালো একটি অধ্যায়।’

তুর্কিয়ে প্রেসিডেন্ট এরদোগানও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, ‘আমি ওই ঘটনায় আহত রেফারির দ্রুত সুস্থতা কামনা করছি। খেলা হচ্ছে ভ্রাতৃত্ব প্রকাশের জায়গা, এখানে এমন আক্রমণের কোন জায়গা নেই। আমরা তুর্কিয়ে খেলার জগতে এমন কিছু সহ্য করব না।’

বিজ্ঞাপন

ক্লাব প্রেসিডেন্টের এমন কান্ডে ক্ষমা চেয়েছে আনকারাগুচুর। ঘুষি, লাথিতে বেশ ভালোই আঘাত পেয়েছেন রেফারি মেলেত। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৭ বছর বয়সী মেলেত তুর্কিয়ের সেরা রেফারিদের একজন, আছেন ইউয়েফার এলিট লিস্টেও। তার সাথে এমন ঘটনার পর নিন্দা জানিয়েছে রেফারিদের সংগঠনসহ ফুটবল ও খেলা সংশ্লিষ্ট সব সংগঠন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

সারাবাংলা/এফএম

কোচ ঘুষি তুর্কিয়ে ফুটবল রেফারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর